নেইমারকে পেতে বার্সেলোনার বেতন পরিশোধেও পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ এএম, ০১ নভেম্বর ২০১৯
নেইমারকে পেতে বার্সেলোনার বেতন পরিশোধেও পরিবর্তন

নেইমারকে আবারও দলে ফিরিয়ে আনতে সর্বশেষ দলবদলের সময় বিপুল পরিমাণ অর্থ নিয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে তাকে দলে ভেড়ানো সম্ভব হয়নি। দুই বছর আগে ২২২ মিলিয়ন ইউরোতে বিশ্বরেকর্ড গড়া অর্থে কাতালানিয় ক্লাব ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন এ ব্রাজিলীয় সুপার স্টার।

সেপ্টেম্বরে দলবদলের জানালা বন্ধ হওয়ার আগে নেইমারকে নিয়ে চুক্তিতে আসতে ব্যর্থ হয় ক্লাব দুটি। ইতোমধ্যে ১২০ মিলিয়ন ইউরোতে ফরাসি ফরোয়ার্ড আাঁতোয়ান গ্রিজম্যানকে দলে ভিড়িয়েছে বার্সা।

ফ্রেঙ্কিকে দলে বিড়িয়েছে ৭৫ মিলিয়ন ইউরোতে। ফলে উয়েফা নির্ধারিত ফেয়ার প্লে ফেয়ারের সর্বাধিক স্তরে পৌঁছে যায় কাতালানীয়রা। ধনী ক্লাবের মালিকরা যাতে অন্য ক্লাবগুলোকে একেবারেই পিছিয়ে দিতে না পারে সে জন্যই উয়েফার এ নিয়ম।

স্প্যানিশ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বার্সা তারকা পিকে বলেছেন, ‘আমরা যদি মজুরি দেরিতে গ্রহণ করি তাহলে উয়েফার আর্থিক নিষেধাজ্ঞার ভেতর থেকেই নেইমারকে দলে ভেড়াতে পারব। নেইমারকে পেতে আমরা ওই ত্যাগ শিকারেও প্রস্তত।’

তিনি বলেন, ‘আমরা আমাদের চুক্তি সমন্বয় করতে প্রস্তুত আছি। আমরা আমাদের পাওনা ছেড়ে দিচ্ছি না। কিন্তু পরিস্থিতি সহজ করার জন্য কিছু কিছু পেমেন্ট প্রথম বছরের পরিবর্তে দ্বিতীয় ও তৃতীয় বছরে গ্রহণের কথা বলছি।’

এদিকে দলবদলের টানপোড়েনের কারণে শুরুতে মাঠে না নামলেও সেপ্টেম্বরে পিএসজির হয়ে মাঠে ফিরেছেন নেইমার। লিগ ওয়ানের পাঁচ ম্যাচে অংশ নিয়ে চার গোল করেছেন এ ব্রাজিলীয়। তবে কুচকির ইনজুরির কারণে অবশ্য ফের সাইডলাইনে চলে গেছেন নেইমার।



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার বিপক্ষে খেলছেন না নেইমার

আর্জেন্টিনার বিপক্ষে খেলছেন না নেইমার

জুভেন্টাসের স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদো

জুভেন্টাসের স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদো

তিন ম্যাচ নিষিদ্ধ হলেন রিবেরি

তিন ম্যাচ নিষিদ্ধ হলেন রিবেরি

চ্যাম্পিয়ন চট্টগ্রামকে হারিয়ে চমক দেখালো তেরেঙ্গানু

চ্যাম্পিয়ন চট্টগ্রামকে হারিয়ে চমক দেখালো তেরেঙ্গানু