আর্জেন্টিনার বিপক্ষে খেলছেন না নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০১৯
আর্জেন্টিনার বিপক্ষে খেলছেন না নেইমার

ফাইল ছবি

নভেম্বরে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না পিএসজি ফরোয়ার্ড ব্রাজিলের নেইমারের।নাইজেরিয়ার বিপক্ষে ড্র হওয়া প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন নেইমার। যে কারণে আসন্ন দু’টি ম্যাচের জন্য জাতীয় দল থেকে ছিটকে গেছেন তিনি।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐ ম্যাচটির পরদিন স্ক্যান রিপোর্টের ফলাফল দেখে পিএসজি নিশ্চিত করেছিল নেইমারের বাম হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড টু’ ইনজুরি ধরা পড়েছে।

১৫ নভেম্বর আর্জেন্টিনা ও চারদিন পর এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সৌদি আরব ও আবুধাবীতে অনুষ্ঠিতব্য ম্যাচ দু’টির জন্য নেইমারের স্থানে ইতোমধ্যেই ব্রাজিলের কোচ তিতে ১৮ বছর বয়সী রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড রড্রিগোকে অন্তর্ভুক্ত করেছেন।

২০১৭ সালে বার্সেলোনা থেকে বিশ্ব রেকর্ড ফি’তে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের ইনজুরিতে নেইমারের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের মৌসুমে তিনি লিগ ওয়ানে পাঁচ ম্যাচে করেছেন চার গোল।

ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, ড্যানিয়েল ফুজাতো
ডিফেন্ডার : ডানিলো, এমারসন, অ্যালেক্স সান্দ্রো, রেনান লোডি, থিয়াগো সিলভা, মারকুইনহোস, এডার মিলিটাও, ফিলিপ
মিডফিল্ডার : ক্যাসেমিরো, আর্থার, ফাবিনহো, ডগলাস লুইজ, ফিলিপ কুটিনহো, লুকাস পাকুয়েটা
ফরোয়ার্ড : ডেভিড নেরেস, রবার্তো ফিরমিনো, রিচারলিসন, গ্যাব্রিয়েল জেসুস, রড্রিগো, উইলিয়ান।



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন বছরের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল

তিন বছরের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল

অখ্যাত জেঙ্ককে পেয়ে সালাহদের গোলোৎসব

অখ্যাত জেঙ্ককে পেয়ে সালাহদের গোলোৎসব

ইতিহাস গড়লেন মেসি, স্বস্তির জয়ে শীর্ষে বার্সেলোনা

ইতিহাস গড়লেন মেসি, স্বস্তির জয়ে শীর্ষে বার্সেলোনা

এখনই অবসর নয়, আমি সম্পূর্ণ ভিন্ন মানুষ : রোলানদো

এখনই অবসর নয়, আমি সম্পূর্ণ ভিন্ন মানুষ : রোলানদো