সম্প্রতিক সময়ে বেশ ভালো ফুটবল খেলছে বাংলাদেশ। তারই ফল পেল লাল-সবুজের দেশ। সেটা হলো- ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
চলতি মাসে ভুটানের সঙ্গে দুইটি প্রীতি ম্যাচে জয়ের পর ঘরের মাঠে লড়াই করেও কাতারের কাছে হেরে গেছে বাংলাদেশে। এরপর বিশ্বকাপ বাছাইয়ের আরেকটি ম্যাচে স্বাগতিক ভারতে সাথে ড্র করেছে।
চার ম্যাচে দুই জয় আর এক ড্রয়ের পর র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং ১৮৪। যা গত তিন বছরে এটি বাংলাদেশ ফুটবল দলের সর্বোচ্চ।
২০১৬ সালে ১৮৫ থেকে পরের বছর ১৯৭ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। এরপর গত বছর ১৯২ নম্বরে ওঠে আসে।সেই ধারাবাহিকতায় এ বছর ১৯০ এর মধ্যে চলে আসে। গত মাসে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১৮৭ নম্বরে। আর সেখান থেকে এবার ওঠে এলো ১৮৪ নম্বরে।
তরবে শীর্ষ দলগুলোর র্যাঙ্কিংয়েও খুব বেশি পরিবর্তন হয়নি। আগের মতোই সবার উপরে রয়েছে বেলজিয়াম, এরপর ফ্রান্স। ব্রাজিল ও ইংল্যান্ড ধরে রেখেছে নিজেদের জায়গা। এরপর পাঁচ-ছয়ে নিজেদের জায়গা অদল-বদল করেছে উরুগুয়ে ও পর্তুগাল।
এছাড়া এক ধাপ এগিয়ে সাতে ওঠে এসেছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনাও এক ধাপ এগিছে, তাদের অবস্থান এখন ৯ নম্বরে। এরপর এক ধাপ করে নিচে নেমে ৯ ও ১০ নম্বরে নেমে গেছে যথাক্রমে স্পেন ও কলম্বিয়া।