বিশ্বজুড়ে কোটি ভক্তদের উদ্দেশ্যে ৩৪ বছর বয়সী পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এক স্বস্তিদায়ক মন্তব্য করেছেন। তা হলো- জুভেন্টাসের এ তারকা এখনই অবসরের জন্য মোটেই প্রস্তুত নন। তার ভাষায়, বয়স তো কেবলমাত্র একটি সংখ্যা।
লোকোমোটিভ মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, বয়স আমার কাছে শুধুই একটি সংখ্যা। ৩৪, ৩৫ কিংবা ৩৬ বছরের অর্থ এ নয় যে এখানেই ক্যারিয়ার শেষ করতে হবে। এ বয়সেও আমি আমার পারফরমেন্স দিয়েই প্রমাণ করতে চাই কিভাবে নিজেকে ফিট রাখতে হয়, কিভাবে প্রতিদিনই নিজেকে পরিণত করতে হয়। অবশ্যই আগের থেকে এখন আমি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ।
জুভেন্টাসের সাথে চার বছরের চুক্তির দ্বিতীয় মৌসুমে খেলছেন রোনালদো। কয়েক সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ফুটবলের বাইরে তিনি নিজেকে দেখা শুরু করেছেন এবং এটা তিনি বেশ ভালোই উপভোগ করছেন। তাই আগামী দুই বছরে কী হয় বলা যায় না।’
ওই মন্তব্যের পর রোনালদোরের সমর্থকদের মধ্যে প্রিয় তারকার অবসরের শঙ্কা দেখা দেয়। পেশাদার ক্যারিয়ারে সম্প্রতি রোনালদো ৭০০ গোল পূরণ করেছেন। রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর প্রাপ্তির তালিকায় ইতোমধ্যেই মনোনীত হয়েছেন। যদিও রোনালদো বলেছেন, জুভেন্টাসের হয়ে ট্রেবল জয়ের দিকেই তার বেশি আগ্রহ।
তিনি বলেন, ‘আমরা একসাথে সিরি-এ, লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চাই। যদিও জানি বিষয়টা বেশ কঠিন। বিশেষ করে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিকতা ধরে রাখা বেশ কঠিন। তবে আমি মনে করি সবই সম্ভব। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয়ভাবে কিছু অর্জন করাই আমার কাছে গুরুত্বপূর্ণ। সম্মিলিতভাবে কিছু অর্জন করলে তা শেষ পর্যন্ত ব্যক্তিগত অর্জনের সুযোগ বাড়িয়ে দেয়। গোল্ডেন বল আমার কাছে দ্বিতীয় ধাপে রয়েছে।’
অবসর নয় বরং ম্যাচে কিছু অর্জন করে পরিবারের সাথে তা ভাগাভাগি করার আনন্দই এখন রোনালদোর কাছে বিশেষ কিছু। রোনালদো বলেন, ‘ম্যাচে জয়লাভ করে, গোল করে যখন বাসায় ফিরি তখন বাচ্চারা এসে বলে গোল করার জন্য তোমাকে অভিনন্দন। এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, আরও বেশি অনুশীলনের উদ্দীপনা যোগায়।’