ভারতে মন জয়, এবার ওমান যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ এএম, ২০ অক্টোবর ২০১৯
ভারতে মন জয়, এবার ওমান যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষের ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ ফুটবল দল। যদিও শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত হয়ে ম্যাচে ১-১ গোল ড্র করেছে বাংলাদেশ। নিজেদের মাঠে কাতারের কাছে হারলেও ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে দর্শকদের মন জয় করছে বাংলাদেশের ফুটবলাররা।

ভারতের পর এবার ২০২২ সালের বিশ্বকাপ বাছাইয়পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। ১৪ নভেম্বর বাছাইয়পর্বের এ ম্যাচটি অনুষ্ঠিত হবে ওমানে। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামতে ৩ নভেম্বর দেশ ছাড়বেন সাদ-জামালরা। মূল ম্যাচের আগে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে ৪টিতেই জয় পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। জয়ের হার ৫০ শতাংশ। যা পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের হারের সমানও বটে।

বাংলাদেশ ফুটবল দল ৪টি জয়ের পাশাপাশি দু’টি ম্যাচে ড্র এবং দু’টি ম্যাচে পরাজিত হয়েছে। বাংলাদেশের সামনে আরও কয়েকটি ম্যাচ বাকি রয়েছে। যার বেশিরভাগই ২০২২ সালের বিশ্বকাপ বাছাইয়পর্বের ম্যাচ।

সম্প্রতি ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে প্রস্ততি ম্যাচ হিসেবে ভুটানকে আতিথ্য জানিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় জয়ের পর সবশেষ দ্বিতীয় প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় জেমি ডের শিষ্যরা। এর আগে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চলতি বছর প্রথমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-কম্বোডিয়া। সেই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পান বাংলাদেশ।

এছাড়া ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড ওয়ানে লাওসকে ১-০ গোলে হারানো বাংলাদেশ পরের ম্যাচে তাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে। তবে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। তবে ঘরের মাঠে সবশেষ দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে জেমি ডের শিষ্যরা।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে জিতেছে ২-০ গোলের ব্যবধানে। এরপর গত ১০ অক্টোবর হোম ম্যাচে কাতারের বিপক্ষে নেমেছিল টিম বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে ২-০ গোলে হেরে যান জামালরা।

সবশেষ ভারতের বিপক্ষে শেষ সময়ের গোলে জিততে পারেনি লাল-সবুজরা। ১৫ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ৮৫ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে লিড নিয়েছিল বাংলাদেশ। ৮৮ মিনিটের মাথায় সমতায় ফেরে স্বাগতিক ভারত। তাতে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। তবে শেষ সময়ে গোল খেয়ে বসে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি ম্যাচগুলো হচ্ছে যথাক্রমে ১৪ নভেম্বর অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশ বনাম ওমান। এরপর ২০২০ সালের ২৬ মার্চ হোম ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান। খেলাটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এছাড়া ৩১ মার্চ ২০২০ অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশ বনাম কাতার। ৪ জুন, ২০২০ হোম ম্যাচ বাংলাদেশ বনাম ভারত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা এবং ৯ জুন, ২০২০ হোম ম্যাচ বাংলাদেশ বনাম ওমান।



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত বাংলাদেশ

রেকর্ড ষষ্ঠ গোল্ডেন স্যু মেসির

রেকর্ড ষষ্ঠ গোল্ডেন স্যু মেসির

চার দশক পর মাঠে বসে খেলা দেখলো ইরানী নারীরা

চার দশক পর মাঠে বসে খেলা দেখলো ইরানী নারীরা

অপরাজিত পঞ্চম জয়ে শীর্ষে জুভেন্টাস

অপরাজিত পঞ্চম জয়ে শীর্ষে জুভেন্টাস