ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানে দারুন এক জয় পেয়েছে জুভেন্টাস। শনিবার সেরি আর ম্যাচে এ জয়ে লিগে টানা পঞ্চম জয় পেল মাওরিসিও সাররির দল। একই সঙ্গে আসরে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস।
আন্তর্জাতিক বিরতিতে টানা দুই ম্যাচে গোল করা রোনালদো এ ম্যাচও শুরুর দিকে পেয়ে যান জালের দেখা। ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করেন রোনালদো। নিজেদের মাঠে ১-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস।
বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল প্রতিপক্ষের পা হয়ে পেয়ে যান রোনালদো। দারুণ ক্ষীপ্রতায় ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে গোল পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দল মিলে ক্যারিয়ারে রোনালদোর এটি ৭০১তম গোল। বার এবারের সেরি আয় এটি তার চতুর্থ গোল।
এদিকে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শিরোপাধারীরা। সতীর্থের হেডে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে কোনাকুনি জোরালো এক শটে সমতা টানেন ডিফেন্ডার দানিলো লারেনজিইরা।
তবে দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে সৌভাগ্যসূচক গোলে আবারও এগিয়ে যায় জুভেন্টাস। রোনালদোর শট একজনের পায়ে লেগে বল পেয়ে যান অরক্ষিত পিয়ানিচ। ফাঁকা পেয়ে প্রথম ছোঁয়ায় গোলরক্ষককে পরাস্ত করেন ইতালির এ মিডফিল্ডার।
২-১ গোলে এগিয়ে যাওয়া জুভেন্টাস আর কোন গোল করতে পারেনি। ফলে নির্ধারিত সময় শেষে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টানা ৮ বারের চ্যাম্পিয়নরা।
আসরে একমাত্র অপরাজিত দল হিসেবে আট ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান।