প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সাথে দীর্ঘ মেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন ডিফেন্ডার জোয়েল ম্যাটিপ।
চলতি মৌসুমের পরেই ম্যাটিপের সাথে লিভারপুলের বর্তমান চুক্তিটি শেষ হয়ে যেত। তবে ক্যামেরুন জাতীয় দলের সাবেক এ খেলোয়াড়কে আরও কিছুদিন দলে রাখার আগ্রহ প্রকাশ করেন কোচ জার্গেন ক্লপ।
এদিকে ম্যাটিপের নতুন চুক্তির মেয়াদ প্রসঙ্গে লিভারপুলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী, এ সেন্টার-ব্যাকের সাথে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে।
লিভারপুলের ওয়েবসাইটে ম্যাটিপ বলেছেন, ক্লাবের সাথে এত দীর্ঘ সময়ের জন্য থাকতে পারার সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের। বর্তমান দলটি তরুণ এবং আমি মনে প্রত্যেকের ভিতরেই ক্ষুধা আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে, আমরা কী জয় করতে পারি।
তিনি বলেন, আবারও আমরা কিছু একটা জয়ের অনুভূতি নিতে চাই। এখনও অনেক কিছু অর্জনের বাকি আছে। কেউ জানে না মৌসুমের শেষে কে কোথায় থাকবে। সবাইকে শুধুমাত্র কঠোর পরিশ্রম করে লক্ষ্যে অবিচল থাকতে হবে।
জার্মান ক্লাব শালকে থেকে ২০১৬ সালে ফ্রি ট্রান্সফার সুবিধাতে লিভারপুলে যোগ দিয়েছিলেন ম্যাটিপ। ভার্জিল ফন ডিকের সহকারী হিসেবে লিভারপুলের রক্ষনভাগে জো গোমেজ ও ডিয়ান লোভরেনের সাথে লড়াই করে নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করেছেন ২৮ বছর বয়সী ম্যাটিপ।
লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ১০৭টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে মাদ্রিদের টটেনহ্যামের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচও রয়েছে।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রোববার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুল দলে ম্যাটিপের ফেরা প্রায় নিশ্চিত। ইউনাইটেডকে হারাতে পারলে ম্যানচেস্টার সিটির মত প্রিমিয়ার লিগে টানা ১৮টি জয়ের রেকর্ড স্পর্শ করবে রেডসরা।