স্পেনের সুপ্রিম কোর্ট ৯ জন স্বাধীনতা সংগ্রামীকে কারাদণ্ড দেওয়ায় ক্যাটালোনিয়ায় আন্দোলনের আগুন জ্বলছে। স্বাধীনতা সংগ্রামীদের মুক্তির দাবিতে রাস্তায় অবরোধ রয়েছে টানা পাঁচদিন। এ অবস্থায় স্পেনীয় ফুটবল সংস্থা বাধ্য হয়ে ২৬ অক্টোবরে অনুষ্ঠিতব্য লা লিগার বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ‘এল ক্লাসিকো’ বাতিল করছে।
ক্যাম্প ন্যুতে নতুন করে কবে আবার ম্যাচ অনুষ্ঠিত হবে তা অনিশ্চিত। ২১ অক্টোবরের মধ্যে দুই ক্লাবকে আলোচনা করে দিন চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ঐকমত্য না হলে কবে খেলা হবে তা জানিয়ে দেবে লা লিগা কমিটি।
ক্যাটালোনিয়ায় নতুন করে স্বাধীনতার লড়াই শুরু হওয়ার পর ক্যাম্প ন্যুতে নিজেদের মাঠে একটাও ম্যাচ খেলেনি বার্সা। এখন এ মুহূর্তে সেখানে ম্যাচ থাকলে কী হত, তা গভীর উদ্বেগের বিষয়।
এদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ বাতিল হলেও আজ শনিবার (১৯ অক্টোবর) লা লিগায় মেসিদের বিপক্ষে মাঠে নামবে এইবার। বার্সেলোনার ‘এল-প্রাত’ বিমানবন্দর কার্যত বিক্ষোভকারীদের হাতে চলে যাওয়ায় মেসি, সুয়ারেসরা ৫৮৯ কিলোমিটার পাড়ি দেবেন বাসযোগে।
৫৮৯ কিলোমিটার পথ বাসে ভ্রমণ শেষে এইবারের সঙ্গে ম্যাচ খেলবে বার্সেলোনা। তবে ক্যাটালোনিয়ায় এ ধরনের পরিস্থিতি অবশ্য নতুন নয়। ২০১৭ সালেও স্বাধীনতা সংগ্রামের সময় বার্সেলোনা তাদের নিজেদের মাঠে ফাঁকা গ্যালারিতে ম্যাচ খেলতে বাধ্য হয়েছিল।
তবে এবার এল ক্লাসিকোয় তেমন কিছু হলে লা লিগা কমিটির বিশাল আর্থিক ক্ষতির সম্মুখিন হবে। তাই তারা ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছে। বার্সেলোনা-এইবারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার) বিকেল ৫টায়।
অন্যদিকে বার্সেলোনার সাথে ‘এল ক্লাসিকো’ ম্যাচ স্থগিত হলেও আজ শনিবার জিদানের রিয়াল মাদ্রিদও মাঠে নামেভ। তাদের খেলাও বিদেশের মাঠে রিয়াল মায়োরকার সঙ্গে।
লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ, ৮ ম্যাচে ১৮ পয়েন্ট। অন্যদিকে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।