সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে আচরণ ভঙ্গের দায়ে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে জরিমানা করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
রেড বুল সালজবার্গের বিপক্ষে মাসের শুরুতে ঘরের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে কিছু সমর্থক ম্যাচ চলাকালীন ও ম্যাচের শেষে মাঠে প্রবেশ করেছিল যা আইন বর্হিভূত। এ কারণে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন লিভারপুলকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ডায়নামো জাগ্রেবের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে সমর্থকরা বিভিন্ন ধরনের বস্তু মাঠে ছুঁড়ে মেরেছিল। যে কারণে সিটিকে ১৫,৭৫০ ইউরো জরিমানা করেছে উয়েফা।
এছাড়া ইউরোপা লিগ ক্লজের বিরুদ্ধে সমর্থকরা ম্যাচ শেষে আতশবাজি পোড়ানোর অভিযোগে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে ১২ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।