অন্য কারো দিকে তাকিয়ে না থেকে নিজেদের সামর্থ্য দেখালো ইতালি। গ্রিসের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে ইউরো ২০২০-এর মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। নিজেদের মাঠে সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা অনায়াস জয় তুলে নিয়েছে।
শনিবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে গ্রিসকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। এ জয়ে আসল লড়াইয়ের টিকিট পেয়ে গেছে তারা।
দাপুটে ফুটবল খেললেও প্রথম গোল পেতে বেশ অপেক্ষা করতে হয়েছে। খেলার ৬৩তম মিনিটে ডি-বক্সে গ্রিসের মিডফিল্ডার আন্দ্রেয়াস বল হাত দিয়ে আটকে দেন। তারপরই তাকে হলুদ কার্ড দেখান রেফারি।
পেনাল্টি পেয়ে স্পট কিকে নিশানা খুঁজে নেন জর্জিনিয়ো। এক গোলে এগিয়ে গিয়ে খেলার ৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো বের্নারদেস্কি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
এদিকে এ জয়ে সাত ম্যাচে ইতালির পয়েন্ট ২১। গ্রুপ থেকে সবার আগে মূল পর্বে উঠল তারা।
‘জে’ গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনা ৪-১ গোলে হারিয়েছে ফিনল্যান্ড। তারপরও ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ফিনল্যান্ড। আর১০ পয়েন্ট নিয়ে এরপরই আর্মেনিয়া ও বসনিয়া।