জয়ের ধারা অব্যাহত রেখেছে পর্তুগাল। ইউরো বাছাইয় পর্বে শুক্রবার লুক্সেমবার্গের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রথম দুই ড্রয়ের পর এ নিয়ে টানা তিন জয় তুলে নিল পর্তুগিজরা। দলের সঙ্গে দারুণ ছন্দে ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগের ম্যাচে চার গোল করা সিআর সেভেন লুক্সেমবার্গের বিপক্ষেও পেয়েছেন গোরের দেখা।
লিসবনে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচটিতে লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। দলের হয়ে রোনালদোর পাশাপাশি জালের দেখা পেয়েছেন বার্নার্দো সিলভা ও গনসালো গেদেস।
ম্যাচের ১৬ মিনিটেই প্রথম গোলের দেখা পায় পর্তুগাল। দলের পক্ষে গোলটি করেন বার্নার্দো সিলভা। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। প্রতিপক্ষের সামান্য ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক চিপ শটে গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন জুভেন্টাস ফরোয়ার্ড।
এ গোলের ফলে শেষ তিন ম্যাচে ছয় গোল করলে তিনি। এ ছাড়া আন্তর্জাতিক ফুটবলে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের ৯৪তম গোল এটি।
শেষের দিকে ৮৯ মিনিটে গোল করেন গেদেস। তাতে ৩-০ গোলের সহজ জয় তুলে নেয় পর্তুগাল। দুই ড্র ও টানা তিন জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি।
এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ইউক্রেন। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সার্বিয়া।