পতাকা উড়িয়ে সেলফি তুলে কোন প্রতিবন্ধকতা ছাড়াই মাঠে বসে ফুটবল ম্যাচ উপভোগ করলেন ইরানের কয়েক হাজার নারী ফুটবল অনুরাগী। স্টেডিয়ামে বিতর্কিত বিধিনিষেধ আরোপের কারণে ফিফা দেশটিকে নিষিদ্ধ করার হুমকি দেওয়ার পর কয়েক দশকের মধ্যে এই প্রথম মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ লাভ করলো তারা।
তেহরানের আজাদী স্টেডিয়ামে কম্বোডিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের বছাইপর্বের ম্যাচটি দেখতে যাওয়ার সময় উতফুল্ল ইরানী নারী দর্শকরা জাতীয় পতাকা কাঁধে চড়িয়ে মাঠে প্রবেশ করেন। কেউ কেউ আবার মুখে এঁকে নেন জাতীয় পতাকার রং। তাদের মাথায়ও ছিল ক্রীড়া টুপি। ফলে তাদের জন্য বরাদ্ধকৃত স্টেডিয়ামের ক্ষুদ্র অংশটিতে এ সময় বর্নিল হয়ে ওঠে।
এশিয় অঞ্চলের বাছাই পর্বের ওই ম্যাচে কম্বোডিয়াকে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে স্বাগতিক ইরান। একই দিন অনুষ্ঠিত বাছাইপর্বের অন্য ম্যাচে কাতার ২-০ গোলে বাংলাদেশকে, চীন ৭-০ গোলে গুয়ামকে এবং অস্ট্রেলিয়া ৫-০ গোলে হারিয়েছে ধুকতে থাকা নেপালকে।
চীনের গুয়াংঝুতে অনুষ্ঠিত ম্যাচের ২৫ মিনিটের মধ্যে স্ট্রাইকার ইয়াং ঝুর চার গোলে প্রথমার্ধে স্বাগতিক চীন ৬-০ ব্যবধানে এগিয়ে গেলেও বিরতির পর ব্রাজিলে জন্মগ্রহণকারী এলকেসনের একমাত্র গোলটি ছাড়া আর কেউ গোলের দেখা পাননি। ক্যানবেরায় অনুষ্ঠিত ম্যাচে জ্যামি ম্যাকলারেনের হ্যাটট্রিকে ধুকতে থাকা নেপালকে ৫-০ গোলে হারায় অস্ট্রেলিয়া।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবশ্য এশিয়ার শীর্ষ দল কাতারের বিপক্ষে লড়াই করেই হার মেনেছে স্বাগতিক বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপের আয়োজক ও এশীয় চ্যাম্পিয়ন কাতারের কাছে হারলেও প্রশংসনীয় দক্ষতা প্রদর্শন করেছে বাংলাদেশ। এ সময় তারা একাধিক গোলের সুযোগও সৃষ্টি করে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বাছাইপর্বের অন্য ম্যাচে জাপান ৬-০ গোলে মঙ্গোলিয়াকে, কোরিয়া ৮-০ গোলে শ্রীলঙ্কাকে, উজবেকিস্তান ৫-০ গোলে ইয়ামেনকে, ভিয়েতনাম ১-০ গোলে মালয়েশিয়াকে, সিরিয়া ২-১ গোলে মালদ্বীপকে, কিরগিজস্তান ৭-০ গোলে মিয়ানমারকে, ওমান ৩-০ গোলে আফগানিস্তানকে, ইরাক ২-০ গোলে হংকংকে, সংযুক্ত আরব আমিরাত ৫-০ গোলে ইন্দোনেশিয়াকে, লেবানন ২-১ গোলে তুর্কমেনিস্তানকে এবং সৌদি আরব ৩-০ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করেছে। শুধু মাত্র গোল শূন্য ড্র হয়েছে জর্ডান বনাম কুয়েতের মধ্যকার ম্যাচটি।