২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। বিশ্বকাপের স্বাগতিক দেশের বিপক্ষে জয়ের প্রত্যাশা করাটা বোকামি হলেও দুর্দান্ত খেলেছেন জেমি ডের শিষ্যরা। তবে শেষ পর্যন্ত কাতারের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলের।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল।
বৃষ্টি হওয়ায় মাঠ কিছুটা ভারী ছিল। যে কারণে কাতারের ফুটবলাররা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। আর এ সুযোগে নিজেদের প্রকাশের সুযোগ পেয়েছিল জামাল ভূঁইয়ারা।
ম্যাচের শুরুতে আধা ঘণ্টা কাতারের আক্রমণ ঠেকিয়ে রাখতে পারলেও ম্যাচের ২৮ মিনিটে আবদুর ইসাগের দুর্দান্ত শটে প্রথমবারের মতো গোলের দেখা পায় সফররত কাতার। বাংলাদেশ পিছিয়ে পড়ে ১-০ গোলে।
গোল হজম করে তা শোধ করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। বেশকিছু সুযোগও পেয়েছিল জামাল ভূঁইয়ারা। তবে এলোমেলো শটের কারণে কাঙ্ক্ষিত গোলের দেখা আর পাওয়া হয়নি।
প্রথমার্ধে গোল খেলেও দ্বিতীয়ার্ধের নির্দিষ্ট সময়ে আর গোল করতে দেয়নি কাতার ফুটবল দলকে। তবে ম্যাচের ইনজুরি সময়ে (৯০+১) আবারও গোল খেয়ে বসে বাংলাদেশ। পুরোপুরি ডিফেন্ডারদের গাফিলতিলেই গোল হজম করতে হয় বাংলাদেশ ফুটবল দলের। ফলে ১-০ থেকে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০ গোলে।