সাফ অনুর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ২-০ ব্যবধানে জয়লাভ করে বাংলার মেয়েরা।
ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করে বাংলাদেশ। ২২ মিনিতে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে স্কোর করেন রিপা। ১০ মিনিট পর দারুণ পাসিং খেলে ব্যবধান বাড়িয়ে নেন আখতার। বাকি সময়ে দু’দলের কেউই গোল করতে না পারায় ২-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
এবারের আসরে মাত্র চারটি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ ও ভুটান ছাড়া বাকি দুই দল হলো ভারত ও নেপাল। ২০১৭ আসরে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অ-১৫ নারী দল।
পরের বছর ফাইনালে একই প্রতিপক্ষের কাছে একই ব্যবধানে হেরে বসে তারা। এ বছর চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল।
শুক্রবার নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। রাউন্ড রবিন ঘরানার টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার ভারতের মুখোমুখি হবে জুনিয়র বাঘিনীরা। গ্রুপ রাউন্ড শেষে সেরা দুই দল মুখোমুখি হবে মঙ্গলবার।