বিশ্বকাপ বাছাইপর্ব : কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২২ পিএম, ০৯ অক্টোবর ২০১৯
বিশ্বকাপ বাছাইপর্ব : কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ ২০২২ বাছাইপর্ব রাউন্ড দুই ম্যাচে শক্তিশালী কাতারের মোকাবেলা করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আসন্ন এ ম্যাচটিকে সামনে রেখে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দুটি দলই আসন্ন ম্যাচে নিজেদের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করে।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা কঠিন একটি ম্যাচের অপেক্ষায় আছি। তারা (কাতার) এশিয়ার এক নম্বর দল। তবে আসন্ন ম্যাচে আমাদেরও ভালো করার সুযোগ রয়েছে। সুযোগ পেলেই আমাদেরকে সেটিকে গোলে পরিণত করতে হবে। অন্যথায় তারা আমাদের শায়েস্তা করবে।’

বাংলাদেশ দলের এ মিডফিল্ডারের মতে নিজেদের সামর্থ্যের শতভাগ দিতে পারলে ওই ম্যাচে ভালো ফলাফল করা সম্ভব।

সর্বশেষ কাতারের এই দলের সঙ্গে ড্র করেছে প্রতিবেশি ভারত। বাংলাদেশ দলের জন্য এটি অনুপ্রেরণা কিনা জানতে চাইলে জামাল ভুঁইয়া বলেন, কাতারের বিপক্ষে ম্যাচটির আগে ওই ফলটি অবশ্যই বাংলাদেশকে অনুপ্রেরণা যোগাবে।

অধিনায়কের ওই মন্তব্যের প্রতিধ্বনিত হয়েছে বাংরাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডের কণ্ঠেও। তিনি বলেন, কঠিন এ ম্যাচটির অপেক্ষায় রয়েছে তার শিষ্যরা। গত ১০ দিন ধরেই এ ম্যাচটির জন্য কঠোর অনুশীলন করেছে ছেলেরা। ভালো ফলাফল আদায়ের জন্য ছেলেরা নিজেদের উজাড় করে খেলবেন।

এশিয়ান গেমসে বাংলাদেশ অনুর্ধ-২৩ দল হারিয়ে দিয়েছিল কাতারের বয়স ভিত্তিক দলকে। শীর্ষ মানের দলের বিপক্ষে ওই জয়টিও বাংলাদেশ দলকে অনুপ্রাণীত করবে বলে মন্তব্য করেন স্বাগতিক বাংলাদেশ দলের প্রধান কোচ।

অন্যদিকে সফরকারী কাতার দলের প্রধান কোচ ফেলিক্স সানচেজ বাসও বাংলাদেশের বিপক্ষে আসন্ন ম্যাচটি কঠিন হবে বলে মন্তব্য করেছেন। তবে ওই ম্যাচে কাতার ভালো ফল করবে বলেও আশাবাদী তিনি।

ফিফা র‌্যাংকিংয়ে কাতারের সঙ্গে বাংলাদেশের ব্যাবধান বিশাল। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে কতটা হাল্কাভাবে দেখা হচ্ছে জানতে চাইলে কাতারের কোচ জানান, স্বাগতিক দলকে দুর্বল হিসেবে দেখতে চান না।

তিনি বলেন, ফিফার র‌্যাংকিংটি শুধুমাত্র কাগজে কলমে। মাঠেই আমাদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।

কাতার দলের শীর্ষ তারকা আলী হাসান সংবাদ সম্মেলনে বলেন, এই গ্রুপে কোন ছোট দল নেই। প্রতিটি দলই নিজেদের শক্তি ও সামর্থ্য প্রমাণ করেই লড়াইয়ে সামিল হয়েছে। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে বাংলাদেশের বিপক্ষে ভালো ফলাফল করার।

বাংলাদেশ স্কোয়াড
আশরাফুল ইসলাম, মঞ্জুরুর রহমান, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপ্লব আহমেদ, তাওহিদুল আলম সবুজ, নাবিব নেওয়াজ জীবন, রবিউল হাসান, মতিন মিয়া, সোহেল রানা, আনিসুর রহমান, আরিফুর রহমান, মামুনুল ইসলাম মামুন, মোহাম্মদ ইব্রাহিম, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রায়হান হাসান, মাহবুবুর রহমান, জুয়েল রানা, সাদ উদ্দিন ও শহিদুল আলম।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশে আসছে আর্জেন্টিনা, খেলবেন মেসি-আগুয়েরোরা

বাংলাদেশে আসছে আর্জেন্টিনা, খেলবেন মেসি-আগুয়েরোরা

পয়েন্ট তালিকা নিয়ে চিন্তিত নন গার্দিওয়ালা

পয়েন্ট তালিকা নিয়ে চিন্তিত নন গার্দিওয়ালা

বার্সেলোনার দুই লাল কার্ডে চটেছেন কোচ ভালভার্দে

বার্সেলোনার দুই লাল কার্ডে চটেছেন কোচ ভালভার্দে

সেভিয়াকে স্রেফ উড়িয়ে দিল বার্সেলোনা

সেভিয়াকে স্রেফ উড়িয়ে দিল বার্সেলোনা