বার্সেলোনার দুই লাল কার্ডে চটেছেন কোচ ভালভার্দে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৯ অক্টোবর ২০১৯
বার্সেলোনার দুই লাল কার্ডে চটেছেন কোচ ভালভার্দে

স্প্যানিশ ফুটবল লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন বার্সেলোনার উরুগুয়ের রোনাল্ড আরাউজো ও ফ্রান্সের উসমান ডেম্বেলে। দলের এ দুই খেলোয়াড়ের লাল কার্ডে চটেছেন বার্সার কোচ আরনেস্টো ভালভার্দে। দুটি লাল কার্ডই রেফারি ভুল করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

নিজেদের মাঠে সেভিয়ার বিপক্ষে লিগের অষ্টম ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। ম্যাচটি ৪-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা, তবে মুখে চওরা হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা। কারণ, বার্সেলোনার পক্ষে লাল কার্ড দেখেন দুই খেলোয়াড়, পরে ৯ জনেই খেলেন।

ম্যাচের ৮৭তম মিনিটে জাভিয়ের এর্নানদেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন অভিষেক ম্যাচ খেলতে নামা উরুগুয়ের আরাউজো। ওই ঘটনার পরই রেফারির দিকে তেড়ে গিয়ে মন্তব্য করেন ডেম্বেলে। সাথে সাথে তাকেও দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে লাল কার্ড দেখান রেফারি। ফলে মাঠ ত্যাগ করতে হয় তাদের।

এদিকে রেফারির লাল কার্ডের সিদ্ধান্তে চটেছেন স্প্যানিশ কোচ ভালভার্দে। তিনি বলেন, ‘অভিষেক ম্যাচে আরাউজো লাল কার্ড দেখায় আমি হতাশ। অভিষেক ম্যাচে এভাবে লাল কার্ড, তার জন্যই খারাপ। সে যেভাবে ফাউল করেছে, তাতে লাল কার্ড হয় না। রেফারির ভালো করে পর্যবেক্ষণ করা উচিত ছিল।’

ডেম্বেলের লাল কার্ডের বিষয়টি রহস্যজনক বলে দাবি করেন ভালভার্দে। বলেন, ‘ডেম্বেলের লাল কার্ডটি সঠিক ছিল না। এ লাল কার্ডটি সম্পূর্ণভাবে রহস্যজনক। আমি এখনো কারও সাথে কথা বলিনি। ডেম্বেলে রেফারিকে কী বলেছে জানি না। আমি জানি, ডেম্বেলের মুখ থেকে স্প্যানিশ শব্দ বের হওয়া কঠিন।’

ক্যাম্প’ ন্যুতে লা লিগায় নিজেদের অষ্টম ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। লুইস সুয়ারেজ, ডেম্বেলে, আর্তুরো ভিদাল ও লিওনেল মেসি গোল করেন।

এদিকে ৮ ম্যাচ শেষে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বার্সেলোনা। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চিরপ্রতিন্দ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।



শেয়ার করুন :