২০২০ ইউরো বাছাইপর্বে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষের ম্যাচে ফ্রান্স দল থেকে বাদ পড়েছেন পল পগবা। অন্যদিকে দলে ফিরেছেন এনগোলো কন্টে ও কিলিয়ান এমবাপে।
পায়ের পাতার ইনজুরিতে ভোগায় ইউরোপা লিগে গত বৃহস্পতিবার এ জেড আলকামারের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামতে পারেননি পগবা। এছাড়া সোমবার আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও খেলা হয়নি তার।
মৌসুমের শুরুতেই ইনজুরি কারণে গত মাসে নিজ মাঠে আলবানিয়া ও আ্যান্ডোরার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ফ্রান্সের হয়ে কেলতে পারেননি কন্টে। অন্য দিকে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে মাত্রই ফিরেছেন এমবাপে।
এছাড়াও এমবাপের পিএসজি সতীর্থ প্রেসনেল কিমপেম্বে, ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ও আইমেরিক ল্যাপোর্তে ফিরেছেন দলে। ১১ অক্টোবর (শুক্রবার) আইসল্যান্ডের মোকাবেলা করবে বিশ্বকাপ জয়ী ফ্রান্স। এরপর ১৪ অক্টোবর (সোমবার) খেলবে তুরস্কের বিপক্ষে।
ফ্রান্স দল
গোলরক্ষক : আলফোনসে আরেওলা, হুগো লরিস, স্টিভ মন্দান্দা
রক্ষণ ভাগ : লুকাস ডিজনে, লিও ডুবোইস, লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেমবে, ক্লেমেন্ত লেংলেট, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে, কার্ট জুমা
মধ্য মাঠ : এনগোলো কন্টে, ক্লাইস মাতুদি, ট্যাঙ্গুই এনডোমবেলে, মুসা সিসোকো, করেনটিন তোলিসো
আক্রমণ ভাগ : উইসাম বেন ইয়েডর, কিংসলে কোম্যান, ওলিভার গিরুদ, আাঁতোয়ান গ্রিজম্যান, জনাথন ইকোনে, টমাস লেমার, কিলিয়ান এমবাপে।