উত্তাপ ছড়িয়েও গোল শূন্য ড্র অ্যাথলেটিকো ও রিয়াল মাদ্রিদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯
উত্তাপ ছড়িয়েও গোল শূন্য ড্র অ্যাথলেটিকো ও রিয়াল মাদ্রিদের

ছবি : গেটি ইমেজ

স্প্যানিশ ফুটবল লিগে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি দুই জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচ জুড়েই আক্রমণের পসরা সাজিয়েও গোল আদায় করতে পারেনি কোনো দল। ফলে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ।

শনিবার রাতে ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বির শুরু থেকেই ম্যাচের উত্তাপ ছড়ায় দুই পাশ থেকেই। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ হয়ে ওঠে আধিপত্যের লড়াই।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অ্যাথলেটিকো। দিয়েগো কস্তার পাস থেকে বল পেয়ে জো ফেলিক্স এগিয়ে যান ডি বক্সের ডান দিকে। এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে ডান পায়ের শট করলে তা বাম পাস দিয়ে অল্পের জন্য লক্ষ্যভ্রস্ট হয়।

দুই মিনিট পর রিয়ালের গ্যারেথ বেল গোলের সুযোগ নষ্ট করেন। এভাবেই বেশিরভাগ সময় কাটে প্রথমার্ধ। ৩৯ মিনিটে ফেলিক্সের ডান পায়ের জোড়াল শট অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে পায়নি। ৪১ মিনিটে ডি বক্সের বাহির থেকে টনি ক্রুসের নেওয়ার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন অ্যাতলেটিকো গোলরক্ষক জন ওব্ল্যাক।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দলই। ৫৭ মিনিটে নাচোর বাড়ানো বল ডি বক্সের মধ্যে ফাঁকা পেয়েও গ্যারেথ বেল লক্ষ্যভ্রস্ট শট করেন।

৭২ মিনিটে কর্নার থেকে অ্যাথলেটিকোর সাউলের একটি হেড গোল বারে ওপর দিয়ে চলে যায়। তবে ৭৫ মিনিটে নাচোর একটি ক্রস দারুণভাবে লাফিয়ে ওঠে হেড দেন করিম বেনজিমা। নিশ্চিত একটি গোল থেকে অ্যাথলেটিকোকে রক্ষা করেন ওব্ল্যাক।

এরপর বাকিটা সময় কোনো দলই বলার মতো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলশূন্য ড্র দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই মাদ্রিদ।

এদিকে এ ড্রয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে গেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গ্রনাদা। আর গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

সুয়ারেজ-ফিরপোর গোলে বার্সেলোনার জয়

সুয়ারেজ-ফিরপোর গোলে বার্সেলোনার জয়

বার্সেলোনার জন্য লজ্জাজনক জরিমানা

বার্সেলোনার জন্য লজ্জাজনক জরিমানা

ঢাকায় আসছেন পেলে

ঢাকায় আসছেন পেলে

ওসাসুনাকে হারিয়ে শীর্ষে উঠলো রিয়াল

ওসাসুনাকে হারিয়ে শীর্ষে উঠলো রিয়াল