ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯
ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ভুটানের বিপক্ষে বড় জয়ের পাশাপাশি ফাইনালে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ দল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বয়সভিত্তিক এ প্রতিযোগিতার সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-১৮ দল।

নেপালের রাজধানী কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। অ্যান্ড্রু পিটার টার্নারের শিষ্যদের সামনে কোন পাত্তাই পায়নি ভুটানিজরা।

লাল-সবুজের কিশোররা মাঠ ছাড়ে ৩-০ ব্যবধানের জয় নিয়ে। এ জয়ে টুর্নামেন্টে ভুটানের কিশোরদের বিপক্ষে শতভাগ জয়ের ধারা ধরে রাখলো বাংলাদেশ। এর আগে দু’দল একটি জয় ও একটি ড্র নিয়ে শেষ চার নিশ্চিত করেছিল।

ভুটানের বিপক্ষে গত দু’বারের সাক্ষাতেও জয় পেয়েছিল লাল-সবুজরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল ২০১৫ সালে ভুটানকে হারায় ২-০ গোলে। ২০১৭ সালে জিতে ৩-০ ব্যবধানে। সেবার রানার্সআপ হয়ে ঘরে ফিরেছিল বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকায় আসছেন পেলে

ঢাকায় আসছেন পেলে

ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

বার্সেলোনার জন্য লজ্জাজনক জরিমানা

বার্সেলোনার জন্য লজ্জাজনক জরিমানা

ওসাসুনাকে হারিয়ে শীর্ষে উঠলো রিয়াল

ওসাসুনাকে হারিয়ে শীর্ষে উঠলো রিয়াল