বার্সেলোনার জন্য লজ্জাজনক জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯
বার্সেলোনার জন্য লজ্জাজনক জরিমানা

নিয়ম ভাঙার কারণে বার্সেলোনাকে মাত্র ৩০০ ইউরো জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় মাত্র ২৭ হাজার ৭৩০ টাকা। তবে জরিমানার পরিমাণের চেয়ে বার্সার জন্য বেশ লজ্জাজনক। আর জরিমানার কারণটা হলো, অ্যান্তোনি  গ্রিজমানকে দলে ভেড়ানোর প্রক্রিয়ায় অনিয়ম করা।

গত জুলাইয়ে রিলিজ ক্লজের ১২ কোটি ইউরো পরিশোধ করে ২৮ বছর বয়সী গ্রিজমানকে আতলেতিকো থেকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় বার্সেলোনা। এ ঘোষণার কিছুক্ষণ পরেই আতলেতিকো অভিযোগ করে, গ্রিজমানের সঙ্গে কাতালান ক্লাবটি নিয়ম ভেঙে যোগাযোগ করেছে।

মাদ্রিদের দলটির দাবি, ফরাসি এ ফরোয়ার্ডের বাইআউট ক্লজ ধরতে হবে ২০ কোটি ইউরো। কারণ, গ্রিজমান ও বার্সেলোনা যে সময় আলোচনা শুরু করেছিল তখন তার মূল্য এটাই ছিল।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ‌‘রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন’ এক বিবৃতিতে জানায়, আতলেতিকোর সঙ্গে গ্রিজমান চুক্তিভুক্ত থাকা অবস্থায় তার সঙ্গে যোগাযোগ করে নিয়ম ভেঙেছে বার্সেলোনা। তবে এতে খেলোয়াড়ের কোনো দায় নেই।



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকায় আসছেন পেলে

ঢাকায় আসছেন পেলে

ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

এক নজরে ফিফা বর্ষসেরা পুরস্কার

এক নজরে ফিফা বর্ষসেরা পুরস্কার

নারী সমর্থকদের পক্ষে উয়েফার দুর্দান্ত প্রতিবাদ

নারী সমর্থকদের পক্ষে উয়েফার দুর্দান্ত প্রতিবাদ