ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডিককে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। মিলানের ঐতিহ্যবাহী লা স্কালা ওপেরা হাউজে সোমবার অনুষ্ঠিত জমকালো আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন না পর্তুগীজ তারকা রোনালদো।
পুরস্কার হাতে অনুভূতি প্রকাশে মেসি বলেছেন, ‘এ পুরস্কারের জন্য যারা আমাকে যোগ্য মনে করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এ ধরনের একটি পুরস্কার হাতে পাওয়া। আজকের রাতটা আমার জন্য সত্যিই বিশেষ একটি রাত।’
২০১৬ সালে নতুনভাবে ফিফার সেরা পুরস্কার চালু হওয়ার পরে এটাই মেসির প্রথম অর্জন। ২০১৬ ও ২০১৭ সালে এ পুরস্কার জয় করেছিলেন রোনালদো। গত বছর তাদের দুজনকে পিছনে ফেলে এ পুরস্কার জয় করেছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মড্রিচ।
গত মৌসুমে ১২ গোল করে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি। যদিও সেমিফাইনালে লিভারপুলের কাছে পরাজিত হয়ে বার্সেলোনাকে বিদায় নিয়ে হয়েছিল। এছাড়া ৩৬ গোল করে ইউরোপীয়ান গোল্ডেন শ্যু অ্যাওয়ার্ড পেয়েছিলেন আর্জেন্টাইন এ তারকা।
বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জেতার পাশাপাশি ২০১৯ সালে কোপা আমেরিকায় ব্রোঞ্জ পদক লাভ করে মেসির আর্জেন্টিনা।
বর্ষসেরার কোন পুরস্কার জয়ের ক্ষেত্রে ডিফেন্ডার হিসেবে ফন ডিক অনেকটাই রেকর্ডই গড়েছিলেন। একমাত্র ডিফেন্ডার হিসেবে এর আগে ২০০৬ সালে বিশ্বসেরা খেলোয়াড় ও ব্যালন ডি’অর জিতেছিলেন শুধুমাত্র ইতালিয়ান ফাবিও ক্যানাভারো।
তবে ডাচ এ ডিফেন্ডার সেরার পুরস্কার জিততে পারলে লিভারপুলের জন্য রাতটা হতে পারতো ট্রেবল জয়ের রাত। তাদের ম্যানেজার জার্গেন ক্লপ বর্ষসেরা কোচ ও সেরা গোলরক্ষক হিসেবে অ্যালিসন বেকারও পুরস্কার অর্জন করেছেন।