নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু করলো বাংলাদেশ। শনিবার (২১ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছে বালাদেশ।
গত আসরের আক্ষেপ ভুলে এবার শিরোপা জেতার লক্ষ্যে নিয়েই নেপাল গেছে বাংলাদেশ দল। গতবার নেপালের বিপক্ষে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। খেলা শুরু থেকেই দুর্দান্ত খেলে বাংলাদেশের ফুটবলাররা। বল দখলেও ছিল শ্রীলঙ্কার চেয়ে অনেক বেশি। পুরো মাঠেই ছিল বাংলাদেশের আধিপত্য।
মোট সাত দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক নেপাল, ভুটান, পাকিস্তান ও মালদ্বীপ।