দুর্দান্ত জয় দিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম শুরু করলো ম্যানচেস্টার সিটি। তবে একই দিনে অন্য ম্যাচে জয়ের দেখা পায়নি আরেক ফেভারিট জুভেন্টাস।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। সহজ এ জয়ের নায়ক রিয়াদ মাহরেজ, ইলকাই গিনদোয়ান ও গাব্রিয়েল জেসুস।
তবে জুভেন্টাসদের স্বস্তি দেয়নি অ্যাতলেটিকো। একই রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। খেলার চারটি চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
দোনেৎস্কের মাঠে জিততে তেমন বেগই পেতে হয়নি সিটির। ২৫তম মিনিটে জেসুসের পাস থেকে বল পেয়ে ব্যবধান গড়েন দেন মাহরেজ। এরপর ব্যবধান দ্বিগুণ করেন গিনদোয়ান। গোলের উৎস তৈরি করে দেন মাহরেজ।
৭৬তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসের গোলে আরও এগিয়ে যায় ইংলিশ জায়ান্টরা। সময় শেষে ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে তারা। এ গ্রুপের আরেক ম্যাচে বুধবার আতালান্তাকে ৪-০ গোলে হারিয়েছে ডায়নামো জাগরেভ।
দারুণ রোমাঞ্চ ছড়ায় খেলার দ্বিতীয়ার্ধে। যেখানে ৪৮তম মিনিটে গনসালো হিগুয়েনের পাস থেকে বল পেয়ে গোল করেন হুয়ান কুয়াদরাদো। এরপর আলেক্স সান্দ্রোর ভাসানো ক্রসে ব্লেইস মাতুইদির হেডে আরও এগিয়ে যায় জুভরা (২-০)।
এরপরের সময় টুকু অবশ্য অ্যাতলেটিকোর। হোসে হিমেনেসের হেড থেকে বল পেয়ে ব্যবধান কমান স্তেফান সাভিচ। এরপর ৯০তম মিনিটে সমতা ফেরান এক্টর এররেরা। তবে ইনজুরি সময়ে গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি রোনালদো।