নেইমারের ঘাড়ে নিষেধাজ্ঞা, চোটের কারণে দলের বাইরে কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। তবে দলের এ তিন তারকার অভাব একাই দূর করলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তার জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে পরাজয়ের স্বাদ দিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
বুধবার রাতে লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের মাঠে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে পিএসজি। ডি মারিয়া ছাড়া বাকি গোলটি করেছেন তমা মুনিয়ে।
শুরুতে আক্রমণে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে গোলের খেলা ফুটবলে গোলের দেখাই পাচ্ছিল না রিয়াল। অন্যদিকে কাজের কাজ করে নেয় পিএসজি। খেলার ১৪তম মিনিটে সতীর্থ হুয়ান বের্নাতের পাস থেকে বল পেয়ে ব্যবধান গড়ে দেন ডি মারিয়া।
খেলার ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিক পিএসজি। সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গেয়ির পাস থেকে বল পেয়ে নিশানা খুঁজে নেন ডি মারিয়া।
দুই গোল কেয়ে ফেরার লড়াই চালিয়ে গেলেও কিছুতেই গোল পাচ্ছিল না রিয়াল। গোল মিসের মহড়াও দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। বিশেষ করে দলকে হতাশায় পুঁড়িয়েছেন গ্যারাথ বেল। কমপক্ষে দুটো গোলের সুযোগ মিস করেছেন এ ফুটবলার।
৭৮তম মিনিটে করিম বেনজেমা গোলের সহজ সুযোগ মিস করলে রিয়ালের ম্যাচ হারা নিশ্চিত হয়ে যায়। এ অবস্থায় ইনজুরি সময়ে ব্যবধানটা আরও বাড়িয়ে নেয় পিএসজি। এবার গোল করেন তমা মুনিয়ে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক পিএসজি।