দশজনের উদিনেসের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ইতালীর সিরি এ ফুটবল লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ইন্টার মিলান। শনিবার অনুষ্ঠিত লিগের অপর ম্যাচে তিন শীর্ষ তরকাবিহীন বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস ফিওরেন্টিানর সঙ্গে গোল শূন্য ড্র করেছে।
অপরদিকে স্টেফানো সেনসির ডাইভিং হেডের একমাত্র গোল লিগের সর্বাধিক পয়েন্টধারী দলে পরিণত করেছে অ্যান্টনিও কন্টের শিষ্যদের। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে স্লাভিয়া প্রাগের মোকাবেলা করবে ইন্টার মিলান।
লিগের তিন ম্যাচ শেষে ইন্টার মিলানের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে পড়ল জুভেন্টাস। তবে ওই ব্যবধান তারা টপকাতে পারবে, যদি সোমবার তুরিনের নগর প্রতিপক্ষ নিচের বিভাগ থেকে ওঠে আসা লেচ্চেকে হারাতে পারে ইতালীয় চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে জুভেন্টাস কোচ বলেন, এ ম্যাচে আমাদের জয় প্রত্যাশিত ছিল না। কারণ, শারীরিক সামর্থ্যে পিছিয়ে থাকায় ধুকতে হয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সতীর্থদের।
ওই ম্যাচে ৮ বারের চ্যাম্পিয়ন দলের হয়ে খেলতে পারেননি ইনজুরি আক্রান্ত অধিনায়ক জির্জিও চিয়েলিনি, মাত্তিয়া ডি সিজলি এবং মার্কো পিজাসা। ফ্লোরেন্সে ম্যাচে নামার কয়েক মিনিট পরেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বিদায় নিতে হয় ব্রাজিলীয় তারকা ডগলাস কস্তাকেও। পরে মিরালেম পিজানিক পেশীজনিত সমস্যা এবং ডানিলো প্রচন্ড উত্তাপ সহ্য করতে না পেরে সাজঘরে ফিরেছেন।
সারি বলেন, এ সময় গভীর সংকটের সৃষ্টি হয়। ইনজুরির কারণে আমাদেরকে বদলি খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হয়েছে। সেরা মুহূর্তে ব্যবহারের জন্য তরতাজা কোন খেলোয়াড় আর অবশিষ্ট নেই। খর্ব শক্তির দল এ ধরনের ম্যাচে হারবে, এটাই স্বাভাবিক।