র্যাঙ্কিংয়ের নিচু সারির দল কসোভো, অ্যান্ডোরা ও লিথুনিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বে বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স।
জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ১৬০তম গোল করেছেন পর্তুগীজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ভিলনিয়াসে লিথুনিয়াকে ৫-১ গোলে পরাজিত করার ম্যাচটিতে চারটি গোলই করেছেন রোনালদো।
এ জয়ে গ্রুপ-বি’তে নিজেদের অবস্থান কিছুটা হলেও শক্তিশালী করার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পর্তুগীজরা। চার ম্যাচে দুটিতে জয় ও দুটিতে ড্রসহ ৮ পয়েন্ট নিয়ে ইউক্রেনের পরে গ্রুপে পর্তুগালের অবস্থান এখন দ্বিতীয়। পাঁচ ম্যাচে চার জয়সহ ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইউক্রেন।
শেষ তিনটি আন্তর্জাতিক ম্যাচে এ নিয়ে দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন রোনালদো। বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৩০তম অবস্থানে থাকা লিথুনিয়ার বিপক্ষে এ জয়ে রোনালদো আরও একবার নিজের প্রতিভার প্রমাণ দিলেন।
ইউক্রেন ও সার্বিয়ার বিপক্ষে ড্র দিয়ে বাছাইপর্ব শুরু করা পর্তুগাল শনিবার বেলগ্রেডে প্রথম জয় পায়। গুপের সবগুলো দলের বিপক্ষে এখন ফিরতি ম্যাচ বাকি রয়েছে পর্তুগালের।
মঙ্গলবার জয়ের পর পর্তুগীজ কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘আমরা ভালো ছিলাম, ভালো আছি এবং এ কারণেই আমরা জয়ী হয়েছি। সার্বিয়ার বিপক্ষে জেতার পর আমরা জয়ের ধারায় ফিরেছি। এ জয় আমাদের আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।
গ্রুপে দিনের অপর ম্যাচে সার্বিয়া ৩-১ গোলে লুক্সেমবার্গকে পরাজিত করেছে। ম্যাচটিতে আলেক্সান্দার মিট্রোভিচ দুই গোল করেছেন। পর্তুগালের থেকে এক পয়েন্ট পিছিয়ে তারা গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে।
সাউদাম্পটনে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড বিশ্ব র্যাঙ্কিংয়ের ১২০তম স্থানে থাকা কসভোকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচ শুরুর ৩৪ সেকেন্ডের মধ্যে ভ্যালন বেরিশার গোলে আকস্মিকভাবে এগিয়ে গিয়েছিল কসভো। ৮ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে সমতা ফেরায় স্বাগতিক ইংল্যান্ড।
১৯ মিনিটে হ্যারি কেন ব্যবধান দ্বিগুণ করার পর ৩৮ মিনিটে ভোজভোডার আত্মঘাতি গোলে ৩-১ গোলে এগিয়ে যায় ইংলিশরা। বিরতির ঠিক আগে জেডন সানচোর দুই গোলে ব্যবধান আরও বাড়ে। দ্বিতীয়ার্ধে বেরিসা ও ভিডাত মুরিকির গোলে দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল কসভো। তবে শেষ পর্যন্ত ইংলিশদের কাছে ৫-৩ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে কসোভো।
এ জয়ে চার ম্যাচে শতভাগ জয় নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষেই থাকলো ইংল্যান্ড। মন্টেনেগ্রোকে ৩-০ গোলে হারানো চেক রিপবালিক ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স র্যাঙ্কিংয়ের ১৩৬তম স্থানে থাকা অ্যান্ডোরার বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে। স্তাদে ডি ফ্রান্সে এটি ছিল লেস ব্লুসদের শততম ম্যাচ। এ নিয়ে দ্বিতীয়বারের মত দেশের হয়ে পেনাল্টির সুযোগ নষ্ট করেছেন আঁতোয়ান গ্রিজম্যান। তবে কিংসলে কোম্যান, ক্লেমেন্ট লেঙ্গল্ট ও উইমসাম বেন ইয়েডারের গোলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচ শেষে গ্রীজম্যান বলেছেন, এটি সত্যিই বিরক্তিকর। এ জায়গায় আমাকে কাজ করতে হবে। সবসময়ই একই ভুল কেউ মেনে নেবে না।