কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিয়োনেকে টুর্নামেন্টের তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
সেভিয়ার বিপক্ষে শেষ আটের লড়াইয়ে দ্বিতীয় লেগে পরাজয়ের পরে সিমিয়োনে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় এ নিষেধাজ্ঞার কবলে পড়লেন তিনি।
মঙ্গলবার সেভিয়ার র্যামোন সানচেজ পিজুনা স্টেডিয়ামে ৭৯ মিনিটে পাবলো সারাবিয়ার গোলের পরে ক্ষুব্ধ সিমিয়োনেকে স্ট্যান্ডে পাঠিয়ে দেয়া হয়। গোলের পরপরই রেফারিদের সাথে অশোভন আচরণ করেন তিনি। এরপর তাকে ডাগ আউট থেকেও বের করে দেয়া হয়।
সার্বিয়ান ঐ স্ট্রাইকারের গোলে ভিনসেনজো মনটেলার দলের দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয় নিশ্চিত হয়। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে সেভিয়া। শেষ চারে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে বিদায় করা লেগানেস।