আনসু ফাতির রেকর্ডেও পয়েন্ট হারালো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯
আনসু ফাতির রেকর্ডেও পয়েন্ট হারালো বার্সেলোনা

ছবি : বার্সেলোনা

আনসু ফাতির রেকর্ড গড়ার দিনেও ড্র করে পয়েন্ট হারালো বার্সেলোনা। শনিবার (৩১েআগস্ট) রাতে ওসাসুনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে লা লিগার প্রথম তিন ম্যাচের দুটিতে পয়েন্ট হারালো গতবারের চ্যাম্পিয়নরা।

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলেকে ছাড়াই ওসাসুনার মাঠে খেতে নামে কাতালান জায়ান্টরা। ম্যাচের ৭ মিনিটেই রবের্তো তোরেসের গোলে এগিয়ে যায় ওসাসুনা। ডান দিক থেকে আসা ক্রসে জোরালো এক ভলিতে বল জালে পাঠান এ স্প্যানিশ মিডফিল্ডার। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

বিরতির পর নেলসন সেমেদোর বদলি হিসেবে মাঠে নেমে রেকর্ড করেন ১৬ বছর ৮ মাস ২৭ দিন বয়সী আনসু ফাতি। কার্লস পেরেসের কাছ থেকে বল পেয়ে হেডে গোল করেন এ ফরোয়ার্ড। লা লিগার ইতিহাসে তৃতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করলেন ফাতি।

৬৪ মিনিটে এগিয়ে যায় বার্সা। পেরেসের কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে গোলটি করেন ব্রাজিলের মিডফিল্ডার আর্থার মেলো। কিন্তু শেষ দিকে পিকের হ্যান্ডবলের কারণে জয় বঞ্চিত হয় বার্সা।

নিজেদের বক্সের মধ্যে জেরার্ড পিকে হ্যান্ডবল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর স্পট-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান তোরেস।

এবারের লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে পরাজয় দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা। আর শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে জয় পায়নি বার্সা। ফলে তিন ম্যাচে একটি জয়, একটি পরাজয় ও একটি ড্রতে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইলো বার্সেলোনা।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইয়ে ২৩ জনে বাংলাদেশের চূড়ান্ত দল

বিশ্বকাপ বাছাইয়ে ২৩ জনে বাংলাদেশের চূড়ান্ত দল

বার্সা ফেরার অপেক্ষায় থাকা নেইমার পিএসজির অনুশীলনে

বার্সা ফেরার অপেক্ষায় থাকা নেইমার পিএসজির অনুশীলনে

ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ড মেসি

ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ড মেসি

জোহান ক্রুইফের স্মরণে স্টেডিয়াম বানালো বার্সেলোনা

জোহান ক্রুইফের স্মরণে স্টেডিয়াম বানালো বার্সেলোনা