বিশ্বকাপ বাছাইয়ে ২৩ জনে বাংলাদেশের চূড়ান্ত দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৯
বিশ্বকাপ বাছাইয়ে ২৩ জনে বাংলাদেশের চূড়ান্ত দল

ছবি : বাফুফে

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচকে ঘিরে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

প্রাথমিকভাবে ২৫ জন খেলোয়াড় নিয়ে ফুটবলারদের ক্যাম্প শুরু হয়। পরে গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলকে অন্তর্ভুক্ত করায় ক্যাম্পে সদস্য সংখ্যা দাঁড়ায় ২৬ জনে।

সেখান থেকে তিনজনকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল তৈরি করেন হেড কোচ। রোববার (১ সেপ্টেম্বর) এ দল নিয়েই তাজিকিস্তানের উদ্দেশে রওনা দেবেন হেড কোচ জেমি ডে।

১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশনাবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা।

তাজিকিস্তা পৌঁছানোর পর সেখানে ১০ দিন কন্ডিশনিং ক্যাম্প এবং স্থানীয় দুটি ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। এই গ্রুপের অন্য চার দল হলো- আফগানিস্তান, কাতার, ভারত ও ওমান।

বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকু।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন খান, রিয়াদুল হাসান ও ইয়াসিন আরাফাত।

মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।

ফরোয়ার্ড : নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।



শেয়ার করুন :


আরও পড়ুন

নেপালের কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

নেপালের কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করলো বাংলাদেশের যুবারা

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করলো বাংলাদেশের যুবারা

অবসর প্রশ্নে যা বললেন রোনালদো

অবসর প্রশ্নে যা বললেন রোনালদো

দুই বলে ফুটবল

দুই বলে ফুটবল