দ্বিতীয়বারের মতো ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতলেন আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি। পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও সেনেগালের সাদিও মানেকে হারিয়ে এ পুরস্কার জিতে নেন তিনি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে মোনাকোতে ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে এ সম্মাননা পান বার্সেলোনা অধিনায়ক।
চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে নিজ দল বার্সাকে সেমিফাইনাল পর্যন্ত প্রায় একাই টেনে নেন তিনি। শেষ চারে লিভারপুলের বিপক্ষে তার ফ্রি-কিকের একটি গোল ছিল অসাধারণ। ১০ ম্যাচে সর্বোচ্চ ১২টি গোল করেন লিওনেল মেসি।
এর আগে প্রথমবার ২০০৮-০৯ মৌসুমে ইউরোপ সেরা ফরোয়ার্ড হয়েছিলেন মেসি। এবার দ্বিতীয়বার এ পুরস্কার জিতলেন তিনি।
এছাড়া ২০১৮-১৯ মৌসুমের ইউরোপের বর্ষসেরার পুরস্কার জিতলেন ভার্জিল ভ্যান ডাইক। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরা অ্যাওয়ার্ড জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়লেন লিভারপুলের এ ডাচ ডিফেন্ডার।
শুধু ইউরোপের বর্ষসেরার পুরস্কার নয়, পাশাপাশি বর্ষসেরা ডিফেন্ডারের পুরষ্কারও জিতে নিয়েছেন তিনি। আর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ইংলিশ তারকা লুসি ব্রোঞ্জ।