জোহান ক্রুইফের স্মরণে স্টেডিয়াম বানালো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ এএম, ২৯ আগস্ট ২০১৯
জোহান ক্রুইফের স্মরণে স্টেডিয়াম বানালো বার্সেলোনা

ছিলেন সর্বকালের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। ক্যারিয়ার শেষে কোচিং জীবনেও ছিলেন সফল। সেই কিংবদন্তি ডাচ ফুটবলার জোহান ক্রুইফের স্মরণে স্টেডিয়াম নির্মাণ করেছে বার্সেলোনা। যার নাম দেওয়া হয়েছে ‘ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম’।

ক্রুইফের সঙ্গে বার্সেলোনার সম্পর্ক ১৯৭৩ সাল থেকে। সে বছর আয়াক্স থেকে স্পেনে আসেন তিনি। এরপর বার্সায় কাটানো পাঁচ বছরে ১৪৩ ম্যাচ খেলেন জোহান ক্রুইফ

বার্সেলোনার হয়ে করেন ৪৮টি গোল। ১৯৮৮ সালে ফের বার্সায় আসেন ক্রুইফ। তবে এবার আর স্ট্রাইকার নয়, কোচ হয়ে। কাতালান ক্লাবটির হয়ে আট বছর কোচের দায়িত্ব পালন করেন তিনি। এ সময়ে বার্সাকে অনেক সাফল্য এনে দেনে নেদারল্যান্ডসের এ কিংবদন্তি।
sportsmail24
জোহান ক্রুইফের সম্মানে এ স্টেডিয়াম বানিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার (২৭ আগস্ট) এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রুইফের স্ত্রী ও দুই সন্তান। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে বার্সেলোনার চার অধিনায়ক লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো উপস্থিত ছিলেন।

এছাড়া গত সোমবার ন্যু ক্যাম্পের বাইরে ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় ও কোচ ক্রুইফের একটি ভাস্কর্য উন্মোচন করেছে বার্সেলোনা।

শুধু বার্সেলোনায় নয়, ফুটবলের আলো ছড়িয়েছেন নিজ দেশেও। ১৯৭৪ সালের ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে ফাইনালে পশ্চিম জার্মানির কাছে পরাজিত হয় নেদারল্যান্ডস।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৬৮ বছর বয়সে ২০১৬ সালে মারা যান ডাচ ফুটবল কিংবদন্তি জোহান ক্রুইফ।



শেয়ার করুন :


আরও পড়ুন

তাহলে মেসির পাশেই ফিরছেন নেইমার?

তাহলে মেসির পাশেই ফিরছেন নেইমার?

উত্তর কোরিয়া থেকে খারাপ খবরই এলো

উত্তর কোরিয়া থেকে খারাপ খবরই এলো

রুনির ওপর এলো বাড়তি নিষেধাজ্ঞা

রুনির ওপর এলো বাড়তি নিষেধাজ্ঞা

নেপালের কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

নেপালের কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ