তাহলে মেসির পাশেই ফিরছেন নেইমার?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৫ পিএম, ২৮ আগস্ট ২০১৯
তাহলে মেসির পাশেই ফিরছেন নেইমার?

নেইমারকে নিয়েই এখন আলোচনা তুঙ্গে। শেষ পর্যন্ত তিনি কোন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তা দেখতে ফুটবল প্রেমীরাও মুখিয়ে আছেন।

নেইমারের বিষয়টির ইতি টানতে বার্সেলোনার সঙ্গে আলোচনা চলছে পিএসজির। শেষ দিন আলোচনা শেষে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো কেবল এটুকুই বলেছিলেন যে, 'আমরা ধীরে সুস্থে কথা বলবো।'

তবে ফরাসী গণমাধ্যম এল'ইকুয়েপের সংবাদ অনুযায়ী, কাতালান ক্লাবটির দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে পিএসজি। যদিও চুক্তি এখনও হয়নি। নেইমারকে ফিরে পেতে পিএসজিকে কীভাবে অর্থ প্রদান করবে তা নিয়ে আলোচনা চলছে।

কোনো কোনো গণমাধ্যমে আবার বার্সা ডিরেক্টরকে উধ্বৃত করে লেখা হচ্ছে, তারা নেইমারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার ভীষণ কাছাকাছি। অর্থাৎ বার্সা ডিরেক্টরের কথা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই ক্যাম্প নু’তে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন নেইমার দ্য সিলভা সান্তোস।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে পিএসজির হয়ে কোনো ম্যাচ খেলেননি নেইমার। ২০১৭ সালে সবচেয়ে দামি খেলোয়ার হিসেবে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে দুটি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

যশোর জেলা ক্রীড়া সংস্থার কমিটির বিরুদ্ধে এনএসসির তদন্ত

যশোর জেলা ক্রীড়া সংস্থার কমিটির বিরুদ্ধে এনএসসির তদন্ত

ক্রিকেট থেকে অবসর নিলেন ৮৫ বছর বয়সে

ক্রিকেট থেকে অবসর নিলেন ৮৫ বছর বয়সে

আইসিসির টুইটে চটেছেন শচিন ভক্তরা

আইসিসির টুইটে চটেছেন শচিন ভক্তরা

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অজান্তা মেন্ডিস

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অজান্তা মেন্ডিস