সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশীপে নেপালের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। মঙ্গলবার (২৭ আগস্ট) ভারতের পশ্চিম বঙ্গের কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালের কাছে ৪-১ গোলে হেরে গেছে টাইগার বালকরা।
তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানেই থাকলো বাংলাদেশ। অপরদিকে তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে খেলার সুযোগ জিইয়ে রাখলো নেপাল।
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২) গোল করে নেপালকে এগিয়ে দেন যাদব। ৫২ মিনিটে গোল করে নেপালকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন জিমি। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করা বাংলাদেশ দলের স্ট্রাইকার আল আমিন রহমান ৭৯ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন।
তবে ৮৪ মিনিটে গোল করে নেপালকে ফের এগিয়ে দেন লামসাল। শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে যাদব নিজের দ্বিতীয় গোল করার মাধ্যমে দলকে ১-৪ গোলে জয়ী করেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। আর নেপাল লড়বে ভুটানের বিপক্ষে। এর আগে টুর্নামেন্টের সূচনা ম্যাচে ভুটানকে ৫-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ গোলে হারায় লাল সবুজের দল।