লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে সেল্টা ভিগোকে ১-৩ গোলে হারিয়ে দুর্দান্তভাবে শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ঘরের মাঠে পরের ম্যাচেই রিয়াল ভায়াদলিদের বিরুদ্ধে হোঁচট খেল রিয়াল। ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়ালো জিনেদিন জিদানের দল।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে খেলতে থাকে রিয়াল। সেই সঙ্গে গ্যারেথ বেল-করিম বেনজেমারা একের পর এক আক্রমণ চালিয়ে যায়। এরপরও প্রধমার্ধে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেননি জিদানের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে ভায়াদোলিদের রক্ষণভাগে আক্রমণ চালিয়ে যায় স্বাগতিক দল। ৬৯ মিনিটে গ্যালাকটিকোদের হয়ে ইয়োভিচের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এতে গোলবঞ্চিত হয় রিয়াল। তবে শেষের দিকে ৮২ মিনিটে গোলের দেখা পান স্বাগতিকরা।
পেনাল্টি ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের কোনাকুনি দারুণ এক শটে বল প্রতিপক্ষের জালে বল পাঠান রিয়ালের ফরাসি স্ট্রাইকার বেনজেমা। তবে রিয়ালের এগিয়ে যাওয়ার এ আনন্দ মাত্র ৬ মিনিট স্থায়ী হয়।
ম্যাচের শেষ মুহূর্তে ৮৮ মিনিটে ভায়াদোলিদকে সমতায় ফেরান সার্জি গার্দিওলা। মাঝমাঠ থেকে অস্কার প্লানোর বাড়ানো বল থিবো কর্তোয়াকে ফাঁকি দিয়ে রিয়ালের জালে পাঠান তিনি।
এরপর অতিরিক্ত সময়ে আর কেউ গোল আদায় করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।