বাংলাদেশ ফুটবল ক্লাব সমিতির দেয়া আলটিমেটাম ৫ মাস পার করে অবশেষে বাফুফের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৬ নভেম্বর এ এজিএম অনুষ্ঠিত হবে বলে আজ জানানো হয়েছে।
বাফুফের নির্বাহী কমিটির সভায় ১৬ নভেম্বর এজিএম করার তারিখ নির্ধারণ করেছে। সভা শেষে এ কথা জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী।
১৬ নভেম্বর এজিএম হলে তা হবে বাফুফের এই কমিটি নির্বাচিত হওয়ার পর প্রথম। ২০১৬ সালের ৩০ এপ্রিল বাফুফের নির্বাচন হয়েছিল। ওই দিনই হয়েছিল দেশের ফুটবলের এ সর্বোচ্চ সংস্থার সর্বশেষ এজিএম।
এরপর চলতি বছরের ১৯ মার্চ বাংলাদেশ ফুটবল ক্লাব সমিতির বাফুফেকে দেয়া আলটিমেটামে বলেছিল পনের দিনের মধ্যে বাফুফেকে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করতে হবে। এজিএম- এর এক মাস আগে বাফুফের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট কাউন্সিলরদের কাছে পাঠাতে হবে। এজিএম করতে ব্যর্থ হলে কাউন্সিলরা তলবি সভা আহ্বান করবে।