এএফসি কাপের নক-আউট পর্বে এক রোমাঞ্চকর খেলা উপহার দিল ঢাকা আবাহনী ও উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টিফাইভ ক্লাব। ম্যাচের এক-তৃতীয়াংশে কোনও গোলের দেখা না পেলেও এরপর থেকে শুরু হয় পাল্টাপাল্টি গোল। শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার এ ক্লাবের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ঢাকা আবাহানী।
এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমি-ফাইনালসের প্রথম লেগে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভ স্পোর্টস ক্লাবকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠিত ম্যাচের ৩২ ছিল গোল শূন্য। ম্যাচের ৩৩তম মিনিটেই নাবীব নেওয়াজ জীবনের ব্যাক-হিলের পর দারুণ এক শটে আবাহনীকে প্রথম গোল এনে দেন মিডফিল্ডার সোহেল রানা। তবে মাত্র ২ মিনিটেই চো জোং হিয়োকের নৈপুণ্যে সমতায় ফেরে এপ্রিল টোয়েন্টিফাইভ।
তার ২ মিনিট পর অর্থাৎ খেলার ৩৭তম মিনিটে ওয়ালী ফয়সালের থ্রু পাস ধরে প্লেসিং শটে ব্যবধান ২-১ করেন আবাহনীর নাবীব নেওয়াজ জীবন।
দ্বিতীয়ার্ধেও দুই দল দারুণ আগ্রাসী ফুটবল উপহার দেয়। তবে প্রথম সুযোগ কাজে লাগায় সফরকারীরাই। ৫৪তম মিনিটে আবাহনীর দুর্বল রক্ষণ ভেদ করে বল জালে জড়িয়ে সমতা ফেরান উত্তর কোরিয়ার দলটির স্ট্রাইকার রিম চোল-মিন।
তবে গোল করতে আবাহানীও দেরি করেনি। টুটুল হোসেন বাদশার লব ধরে ২ মিনিট পরেই প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে আবাহনীকে লিড পাইয়ে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা।
৫ মিনিট পর ফের লক্ষ্যভেদ করেন চিজোবা। এবার তাকে বল বানিয়ে দেন হাইতিয়ান ফরোয়ার্ড কেরভেন্স বেলফোর্ট। তবে ৭৭তম মিনিটে ডিফেন্ডার সং-রক পাকের দুর্দান্ত এক গোলে ব্যবধান কমিয়ে আনে এপ্রিল টোয়েন্টিফাইভ। তবে শেষ রক্ষা হয়নি।
শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহানী।