রিয়াল মাদ্রিদের সাথে নতুন যাত্রা শুরু করেছেন জিনেদিন জিদান। মৌসুমের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনাও করেছে জিদানের শিষ্যরা।
গত মৌসুম ভীষণ খারাপ গেছে রিয়াল মাদ্রিদের। এ মৌসুমে তাই শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রিয়ালের। কয়েক মাস আগে জিদান বলেছিলেন, যত দ্রুত সম্ভব গ্যারেথ বেলের চলে যাওয়াই ভালো হবে। ফ্রি ট্রান্সফারে চীনের ক্লাবে যাচ্ছেন বেল এমন খবরও শোনা গিয়েছিল।
তবে শনিবার সেল্টা ভিগোকে রিয়াল ৩-১ গোলে হারানোর পর বেলকে নিয়ে এমন ইউটার্ন নিয়েছেন জিদান। সেল্টার বিপক্ষে জয়ের পর জিদান বলেন, বেল থাকছেন। আমরা ম্যাচের আগে দুই-তিনবার কথা বলেছি। সে থাকছে। দলের সবার মতো ভালো খেলেছে।
ওয়েলস ফরোয়ার্ডের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কি না এমন প্রশ্নে রিয়াল কোচ বলেছেন, ‘কিছুই বদলায়নি। আমরা সবাই এখন মৌসুম নিয়ে ভাবছি। এ জার্সির মর্যাদা রাখতে গ্যারেথ সম্ভাব্য সেরাটা দিতে চায়।’
সেল্টার বিপক্ষে ম্যাচে অবশ্য মূল একাদশে থাকার কথা ছিল না বেলের। ১০০ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেয়া এডেন হ্যাজার্ড চোটের কারণে এই ম্যাচে খেলেননি। তার বদলে একাদশে জায়গা পান বেল। দলের প্রথম গোলে করিম বেনজেমাকে অ্যাসিস্টও করেন তিনি।