শেষ আট থেকে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিলেও বার্সার বিপক্ষে কিছুই করতে পারেনি এস্পানিওল। উল্টো নিজেদের মাঠে ১-০ গোলে জয়ের পরও ফিরতি পর্বে বার্সার কাছে হেরে গেছে। অন্যদিকে বার্সেলোনা কাম্প নউয়ে ফিরতি লেগে ২-০ ব্যবধানে জিতেছে। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ অগ্রগামিতায় শেষ চারে ওঠেছে এরনেস্তো ভালভেরদের দল।
ম্যাচে এক গোলে পিছিয়ে থেকে ফিরতি পর্বে নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষ শিবির আক্রমণ করে খেলতে থাকে বার্সা। এরই ধারাবাহিকতায় ম্যাচের নবম মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান সুয়ারেজ। ভিদালের দারুণ ক্রসে হেডে বল জালে জড়ান উরুগুয়ের এই স্ট্রাইকার।
সাত মিনিট পর বার্সাকে লিড এনে দেন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলের সুযোগে ডি-বক্সের বাইরে বল ধরে কিছুটা আড়াআড়ি গিয়ে বাঁ-পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন এই অধিনায়ক।
এদিকে এ ম্যাচেই বার্সার হয়ে অভিষেক হয়েছে এ মাসেই লিভারপুল থেকে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে কাতালান শিবিরে যোগ দেওয়া কুতিনহোর। ম্যাচের ৬৮ মিনিটে ইনিয়েস্তার পরিবর্তে মাঠে নামেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ম্যাচের শেষ দিকে মেসির আরেকটি প্রচেষ্টা পোস্টে লাগলে ব্যবধান আর বাড়েনি।