হার দিয়ে লা লিগা শুরু করলো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ পিএম, ১৭ আগস্ট ২০১৯
হার দিয়ে লা লিগা শুরু করলো বার্সেলোনা

লা লিগার শুরুটা শুভ হলো না বার্সেলোনার। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে মৌসুম শুরু হলো তাদের। ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে বিলবাওয়ের মাঠ সান মেমেসে আতিথ্য গ্রহণ করে বার্সেলোনা। তবে চেনা ছন্দে দেখা যায়নি কাতালানদের। ছন্নছাড়া ফুটবল উপহার দেয় তারা। প্রথমার্ধে দুইবার গোলের সহজ সুযোগ নষ্ট করে বার্সা।

ম্যাচের ৩৩ মিনিটে ডি-বক্সের ভেতরে বল পেয়ে কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেজ। পরক্ষণেই ডান পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ৪৪ মিনিটে আরেকবার গোলবঞ্চিত হয় বার্সা। রাফিনিয়ার উঁচু করে নেওয়া কোনাকুনি শট ক্রসবারে লেগে ফিরে আসে।
sportsmail24
গোল শূন্য থেকে দু’দলই বিরতীতে যায়। দ্বিতীয়ার্ধে কোমর কষে আক্রমণে নামে বার্সা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। উল্টো খেলা ওপেন হয়ে গেলে সাফল্য পেয়ে যায় বিলবাও।

খেলার ৮৯ মিনিটে দারুণ এক বাই-সাইকেল কিকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন আরিজ আদুরিজ। বাকি সময়ে সেই গোল পরিশোধ করতে পারেনি মেসিবিহীন বার্সা।



শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ষসেরার লড়াইয়ে এবার নতুন মুখ

বর্ষসেরার লড়াইয়ে এবার নতুন মুখ

কেমন যাচ্ছে নেইমারের দিনগুলো

কেমন যাচ্ছে নেইমারের দিনগুলো

মৌসুমের প্রথম ম্যাচেই মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

মৌসুমের প্রথম ম্যাচেই মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

চেলসিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিভারপুল

চেলসিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিভারপুল