তারকা ফুটবলার লিওনেল মেসিকে ছাড়াই চলমান মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ মাঠে নামছে বার্সেলোনা। শুক্রবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে আতিথেয়তা নেবে কাতালান জায়ান্টরা।
গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফিরেই চোটে পড়েন লিওনেল মেসি। দলের সঙ্গে প্রথম অনুশীলনেই ব্যথা পান তিনি। ডান পায়ের পেছনের পেশিতে ব্যথা পাওয়ায় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি তিনি। সেই চোট থেকে এখনো পরিত্রাণ মেলেনি আর্জেন্টাইন এ ফুটবল তারকার।
প্রাক-মৌসুমের ম্যাচে যুক্তরাষ্ট্র সফর না করা বৃহস্পতিবারও বার্সা অনুশীলনে ছিলেন না। সবশেষ মেসিকে ছাড়াই মৌসুমের ম্যাচ শুরু করছে বার্সেলোনা।
লিগের শুরুর ম্যাচে মেসি বরাবরই ভয়ঙ্কর ছিলেন। গত ৯ বছরের ৯ ম্যাচে মেসি গোল করেছেন ১৪টি। এর মধ্যে পাঁচ ম্যাচে করেছেন জোড়া গোল, এক ম্যাচে রয়েছে হ্যাটট্রিক।
এদিকে বিলবাওয়ের বিপক্ষে ফিলিপ কৌতিনহো ও রাফিনহাকে দেখা যেতে পারে। এ ম্যাচে অবশ্য আর্থার মেলো, আরতুরো ভিদাল, জেন-ক্লাইর তোদিবো, মৌসা ওয়াগেও থাকছেন না। তবে দলে রাখা হয়েছে কার্লেস পেরেসকে।
বার্সেলোনার দল
মার্ক-আন্দ্রে টের স্টেগেন, নেলসন সেমেদো, জেরার্ড পিকে, ইভান রাকিটিক, সার্জিও বুসকেটস, কৌতিনহো, লুইস সুয়ারেজ, ওসমান দেম্বেলে, রাফিনহা, ক্লিমেন্ট লংলে, আঁতোয়া গ্রিজম্যান, জর্দি আলবা, কার্লেস আলেনা, সের্জি রবার্তো ফ্রেঙ্কি দি ইং, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, ইনাকি পেনা এবং পেরেস।