মোহনবাগান-ইস্টবেঙ্গলকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৪ আগস্ট ২০১৯
মোহনবাগান-ইস্টবেঙ্গলকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ

কোলকাতার মোহনবাগান, মহামেডান ইস্টবেঙ্গলকে বাংলাদেশে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের একটি সংবাদ মাধ্যম। চ্যাম্পিয়নশিপের আয়োজকদের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেত পেলে খেলতে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন মোহনবাগানের সহ-সচিব।

১৫ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপ। আয়োজক চট্টগ্রাম আবাহনী। মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়ার ক্লাবকেও টুর্নামেন্টে খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম আবাহনী, আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলো পাবে ১০ হাজার মার্কিন ডলার ৷ চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে ৫০ হাজার মার্কিন ডলার । রানার্স আপ পাবে ৩০ হাজার মার্কিন ডলার।

এ বিষয়ে কোয়েসের সিইও সঞ্জিত সেন জানিয়েছেন, আমন্ত্রণ পেলে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়াকে জানানো হবে। তিনি রাজি হলেই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে তোড়জোড় শুরু হবে। মোহনবাগানের সহ-সচিব সৃঞ্জয় বসু বলেন, "আমরা বাংলাদেশে খেলার বিষয়ে আগ্রহী ৷ তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেতের উপর সবকিছু নির্ভর করবে।''

তবে দুই প্রধানের চিন্তার মূল কারণ বাকি টুর্নামেন্টগুলোর সূচি ৷ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে কলকাতা লিগ। ২৪ আগস্ট পর্যন্ত সমান্তরালভাবে চলবে ডুরান্ড কাপ। ২৭ বা ২৮ অক্টোবর থেকে শুরু হবে আই লিগ। তারপর সুপার কাপ। এ সূচির ফাঁকে বাংলাদেশে খেলতে যাওয়ার বিষয়টি অনেক "যদি-কিন্তু"-র উপর নির্ভর করছে। এর আগেও এই টুর্নামেন্টে খেলেছিল ইস্টবেঙ্গল। উদ্বোধনী সেই টুর্নামেন্টে রানার্স হয়েছিল‌ তারা।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ইউএস ওপেনে খেলার সিদ্ধান্ত পাল্টালেন মারে

ইউএস ওপেনে খেলার সিদ্ধান্ত পাল্টালেন মারে

সিনসিনাটি থেকেও সরে গেলেন সেরেনা

সিনসিনাটি থেকেও সরে গেলেন সেরেনা

ইনজুরির কথা লুকিয়ে বিশ্বকাপ খেলেছেন ধোনি!

ইনজুরির কথা লুকিয়ে বিশ্বকাপ খেলেছেন ধোনি!

বিশ্বসেরা বাঁহাতি একাদশে জায়গা হয়নি সাকিবের!

বিশ্বসেরা বাঁহাতি একাদশে জায়গা হয়নি সাকিবের!