লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান বিশ্বে ফুটবলের দুই মহাতারকা। এদের দুজনের মধ্যে খেলায় কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। অবস্থা এমন যে দুই মহাতারকার ভক্তরা এ সুরাহা করতে গিয়ে রীতিমতো যুদ্ধ বাধিয়ে ফেলতে পারেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো যেভাবে কথা বলেছেন তাতে কার্যত সে বিতর্কই আরও উসকে দিয়েছেন তিনি। রোনালদোর কথায়, 'মেসির সঙ্গে তফাৎ হল, আমি বিভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। চ্যাম্পিয়ন্স লিগে আমি ছয়বার সর্বোচ্চ স্কোরার হয়েছি। পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এ রকম ফুটবলারের সংখ্যা বিশ্বে খুব বেশি নেই। সে জন্য আমি নিজেকে এই টুর্নামেন্টের সঙ্গে একাত্ম করতে পারি।'
অর্থাৎ, তাঁর বিভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা যে মেসির পক্ষে সম্ভব হয়নি, সেটা জানিয়েছেন রোনালদো।
২০০৮-২০১৭ পর্যন্ত দুই মহাতারকা পাঁচবার করে ব্যালন ডি'ওর ভাগ করে নিয়েছেন। এ বারও ব্যালন ডি'ওরের তালিকায় রয়েছেন দু'জনে।
নিজেকে আলাদা করে দেখালেও মেসির প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়ে বলেছেন, 'মেসি অসাধারণ এক ফুটবলার। ব্যালন ডি'ওর দিয়ে ওর বিচার করা ঠিক হবে না। দিনের পর দিন নিজেকে উন্নত করে চলেছে। ফোকাস ঠিক রেখে। আমার মতোই।'
তিনি আরও বলেন, 'আমিও তাই করি। নিজের খেলার উন্নতির কথা ভাবি। সকালে ঘুম থেকে উঠে, নিজের ট্রেনিং নিয়ে ভাবতে থাকি। নিজেকে আরও ফিট করার জন্য। অর্থ রোজগারের জন্য নয়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, অর্থের অভাব আমার নেই। আমি চেষ্টা করি, নিজেকে বিশ্বের এমন জায়গায় রাখার, যাতে তা ফুটবল বিশ্বে স্থান পায়।'