সাফ অনূর্ধ্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ০৯ আগস্ট ২০১৯
সাফ অনূর্ধ্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশ

নেপালে অনুষ্ঠেয় আসন্ন অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান রানার্স আপ বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক নেপাল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বৃহস্পতিবার টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপাল ছাড়াও আছে ভুটান,পাকিস্তান ও মালদ্বীপ।

দুই গ্রুপের শীর্ষ দু’টি দল খেলবে সেমিফাইনাল। বিজয়ী দুই দলের মধ্যে হবে শিরোপা লড়াই। ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর লাল-সবুজ দলকে শেষ ম্যাচে খেলতে হবে ভারতের বিপক্ষে। দু’টি সেমিফাইনাল হবে ২৭ সেপ্টেম্বর। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল হবে ২৯ সেপ্টেম্বর।
sportsmail24
এছাড়া মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবলের সূচিও ঘোষণা করা হয়েছে। আগামী ৯ থেকে ১৫ অক্টোবর ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় এবারের আসরে চারটি দেশ অংশ নেবে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত ছাড়া অপর তিনটি দেশ হলো- বাংলাদেশ, ভুটান ও নেপাল।

রাউন্ড রবীন লিগের খেলা শেষে শীর্ষ দু’টি দল খেলবে ফাইনালে। ৯ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ১১ অক্টোবর নেপাল ও ১৩ অক্টোবর ভারতের বিপক্ষে লড়বে লাল-সবুজ দল। প্রতিযোগিতার ফাইনাল হবে ১৫ অক্টোবর।



শেয়ার করুন :


আরও পড়ুন

হঠাৎ ইনজুরিতে মেসি, যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

হঠাৎ ইনজুরিতে মেসি, যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

জুনিয়র ফিরপো এখন বার্সেলোনায়

জুনিয়র ফিরপো এখন বার্সেলোনায়

বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই মেসি-রোনালদো

বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই মেসি-রোনালদো

খেলোয়াড় কাম কোচের দায়িত্ব নিতে পারেন রুনি

খেলোয়াড় কাম কোচের দায়িত্ব নিতে পারেন রুনি