খেলোয়াড় কাম কোচের দায়িত্ব নিতে পারেন রুনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৭ আগস্ট ২০১৯
খেলোয়াড় কাম কোচের দায়িত্ব নিতে পারেন রুনি

ফাইল ফটো

ইংল্যান্ডের চ্যাম্পিয়নশীপের (২য় বিভাগ) ক্লাব ডার্বি কাউন্টির খেলোয়াড় কাম কোচের দায়িত্ব গ্রহণের বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছেন সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনি। স্কাই স্পোর্টসের রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্কাই স্পোর্টস জানায়, ‌‘এ চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য মিডল্যান্ডে উড়াল দেয়ার কথা রয়েছে ইংল্যান্ডের রেকর্ড সংখ্যক গোলের অধিকারী এ স্ট্রাইকারের।’ তবে এ রিপোর্ট নিয়ে মন্তব্য করতে রাজি হননি ডার্বির নবনিযুক্ত ডাচ কোচ ফিলিপ কোকু।

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ডিসি ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তি এখনো বাকি থাকলেও ম্যানচেস্টার ও এভারটনের সাবেক এ স্ট্রাইকার ৩৩ বছর বয়সি রুনি আগেই ক্লাব ব্যবস্থাপনায় নিজের আগ্রহের কথা ব্যক্ত করেছিলেন।

বিবিসির সংবাদে বলা হচ্ছে, ডার্বির মালিক মেল মরিস মনে করেন রুনি তার ক্লাবকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারবেন। চ্যাম্পিয়নশীপের নতুন মৌসুমে উদ্বোধনী ম্যাচে হাডার্সফিল্ডকে ২-১ গোলে হারানোর পর ডার্বি কোচ কোকু বলেন, ‘এ মুহূর্তে আমি কিছুই বলতে পারব না। ম্যাচের আগেই আমি বলেছিলাম দলটিকে পূর্ণতা দেয়ার জন্য আমরা কাজ করছি। এটি এখনো সম্পন্ন হয়নি। সবকছিু শেষ হবার আগে এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। আমাদের অনেক খেলোয়াড় রযেছে যারা দলের সম্পদ হতে পারে। আশা করছি, আরও কয়েকদিন পর আমি কিছু বলতে পারব।’

গত মৌসুমে রুনির সাবেক জাতীয় দল সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ডার্বির কোচের দায়িত্বে যোগ দিয়েছিলেন। তিনি দলকে প্লে অফের ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তবে এরপর সাবেক ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন ল্যাম্পার্ড।



শেয়ার করুন :


আরও পড়ুন

হঠাৎ ইনজুরিতে মেসি, যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

হঠাৎ ইনজুরিতে মেসি, যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

ম্যানইউতে এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার

ম্যানইউতে এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার

বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই মেসি-রোনালদো

বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই মেসি-রোনালদো

মেসিকে ছাড়াই জুয়ান গাম্প ট্রফি জিতলো বার্সেলোনা

মেসিকে ছাড়াই জুয়ান গাম্প ট্রফি জিতলো বার্সেলোনা