বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই মেসি-রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ এএম, ০৭ আগস্ট ২০১৯
বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই মেসি-রোনালদো

এগারজনের একটি ফুটবল দল। তাতে জায়গা হয়েছে বিশ্বের নামিদামি সব ফুটবলারদের। অথচ সেখানে জায়গা হয়নি সুপারস্টার লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর।

বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল একাদশের কথা। গত তিন বছরের বাজারদর ও ট্রান্সফার ফি’র ওপর ভিত্তি করে সাজানো হয়েছে এই একাদশ। সবচেয়ে দামি এই একাদশের ফরোয়ার্ড পজিশনে রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও ফিলিপে কুটিনহো। শুনতে অবিশ্বাস্য হলেও তাদের বাজারমূল্য মেসি-রোনালদোর চেয়ে বেশি।

মেসির বর্তমান বাজারমূল্য ১৫০ মিলিয়ন ইউরো। আর গত মৌসুমে ১১২ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। অন্যদিকে দু'বছর আগে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। আর মোনাকো থেকে এমবাপ্পেকে ১৮০ মিলিয়ন ইউরোতে নিয়ে আসে পিএসজি।

বিশ্বের সবচেয়ে দামি একাদশের ফরম্যাট সাজানো হয়েছে ৪-৩-৩। একাদশের রাইট মিডফিল্ডে খেলবেন পগবা। আয়াক্স আমস্টারডাম মিডফিল্ডার ডি ইয়ংক খেলবেন লেফট মিডফিল্ডে। আর সেন্ট্রাল মিডফিল্ডে থাকছেন স্প্যানিয়ার্ড রদ্রি।

ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার সঙ্গে সেন্টার-ব্যাক পজিশনে থাকবেন ভ্যান ডাইক।

বিশ্বের সবচেয়ে দামি একাদশ:
গোলরক্ষক: কেপা আরিজাবালাগা (চেলসি)
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ), হ্যারি ম্যাগুয়ার (ম্যানইউ), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), কাইল ওয়াকার (ম্যান সিটি)।
মিডফিল্ডার: পল পগবা (ম্যানইউ), রদ্রি (ম্যান সিটি), ফ্র্যাঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), ফিলিপে কুটিনহো (বার্সেলোনা)


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

জুনিয়র ফিরপো এখন বার্সেলোনায়

জুনিয়র ফিরপো এখন বার্সেলোনায়

প্রথম নারী ফুটবল দল পেল কাশ্মীর

প্রথম নারী ফুটবল দল পেল কাশ্মীর

হঠাৎ ইনজুরিতে মেসি, যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

হঠাৎ ইনজুরিতে মেসি, যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

মেসিকে ছাড়াই জুয়ান গাম্প ট্রফি জিতলো বার্সেলোনা

মেসিকে ছাড়াই জুয়ান গাম্প ট্রফি জিতলো বার্সেলোনা