জুনিয়র ফিরপোর বিষয়ে অবশেষে একমত হয়েছে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও স্বদেশী ক্লাব রিয়াল বেতিস। সে অনুযায় ২২ বছর বয়সী এই তরুণ লেফট-ব্যাককে ১৮ মিলিয়ন (১ কোটি ৮০ লক্ষ) ইউরো খরচ করে দলে টানছে বার্সা।
ওয়েবসাইটে ফিরপোর চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। শর্ত অনুসারে, পরবর্তীতে আরও ১২ মিলিয়ন (১ কোটি ২০ লক্ষ) ইউরো গুণতে হতে পারে তাদের। মূলত জর্দি আলবার ব্যাক-আপ হিসেবে তাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
ফিরপোর জন্ম ডমিনিকান প্রজাতন্ত্রে। পাঁচ বছরের চুক্তিতে কাতালান শিবিরে আসছেন তিনি। অর্থাৎ তার সঙ্গে চুক্তির মেয়াদ থাকছে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। উইঙ্গার ও সেন্টার-ব্যাক হিসেবেও খেলতে সক্ষম ফিরপোর বাই-আউট ক্লজ ধরা হয়েছে ২০০ মিলিয়ন (২০ কোটি) ইউরো।
ফিরপোর লা লিগায় অভিষেক ২০১৮তে। গেল মৌসুমে নিয়মিতভাবে জায়গা পেয়েছেন মূল একাদশে।