জম্মু–কাশ্মীর নিয়ে গতকালই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। তুলে দেওয়া হয়েছে সংবিধানের ৩৭০ ধারা। রইলো না আর আলাদা সংবিধান, আলাদা পতাকা। কিন্তু এরই মাঝে কাশ্মীরে দেখা মহিলা ফুটবল দলের ছবি।
ভারতীয় ফুটবলের ইতিহাসে এটাও কম গুরুত্বপূর্ণ নয়। গত বছর আই লিগে কাশ্মীর থেকে প্রথম দল হিসেবে খেলেছিল রিয়েল কাশ্মীর। দুরন্ত ফুটবল উপহার দিয়েছিল। এবার সিনিয়র মহিলা আই লিগেও কাশ্মীরের প্রথম নারী দল হিসেবে খেলবে লোনস্টার কাশ্মীর এফ সি।
গোলাগুলি, বারুদের গন্ধ, অশান্তি— এরই মাঝে শ্রীনগরের তরুণীরা ফুটবলকে আঁকড়ে নতুন ভোরের স্বপ্ন দেখছে। পথচলা শুরু করল লোনস্টার এফ সি মহিলা দল।
রাজনৈতিক সংঘাত ভুলে নতুন দলকে নিয়েই মেতে থাকতে চান কাশ্মীরের নারী ফুটবলাররা।