ক্লাবের হয়ে মৌসুম পূর্ব সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। সোমবার (৫ আগস্ট) ক্লাবের হয়ে অনুশীলনের সময় ডান পায়ের হাঁটুতি চোট পেয়েছেন ৩২ বছর বয়সি আর্জেন্টাইন তারকা।
লা লিগা চ্যাম্পিয়নরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার অনুশীলন করার সময় ডান পা নিয়ে অস্বস্তি বোধ করতে থাকেন মেসি। পরে পরীক্ষা করা হলে তার ডান পায়ের হাঁটুতে গ্রেড ওয়ান ‘পেশীর টান’ ইনজুরি ধরা পড়ে। সুস্থ না হওয়া পর্যন্ত মেসি ক্লাবেই থাকবেন।
যুক্তরাষ্ট্র সফরকালে বার্সেলোনা সিরি এ লিগের ক্লাব নাপোলির বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচে অংশ নেবে। আগামী ৭ আগস্ট মিয়ামিতে এবং ১০ আগস্ট মিশিগানে অনুষ্ঠিত হবে ম্যাচ দু’টি।
গত মাসে কোপা আমেরিকায় নিয়ন্ত্রণকারী সংস্থার বিপক্ষে দুর্নীতির অভিযোগ করায় মেসিকে আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের জন্য নিষিদ্ধ ও ৫০ হাজার ডলার জরিমানা করা হয়।
চিলির বিপক্ষে কোপা আমেরিকার স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল মেসিকে। পরে তিনি অভিযোগ করেন ব্রাজিলকে সুবিধা পাইয়ে দেয়ার জন্য সব ব্যবস্থা করে রাখা হয়েছে। কোপা আমেরিকার সেমি-ফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা।