৮০ মিলিয়ন পাউন্ড খরচ করে লেসটার সিটি সেন্টারব্যাক হ্যারি ম্যাগওয়াইয়ারকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডারে পরিণত হয়েছেন ইংলিশ এই সেন্টারব্যাক। ম্যাগওয়াইয়ারের আগে এ অবস্থানে ছিলেন ভার্জিল ফন ডাইক।
ডাইনকে সাউদাম্পটন থেকে লিভাপরপুলে টানতে ক্লাবটিকে খরচ করতে হয়েছিল ৭৫ মিলিয়ন ইউরো।
গেল গ্রীষ্মকালীন দলবদলে ট্রান্সফার ফি নিয়ে লেস্টারের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে দলে ভেড়াতে পারেনি ইউনাইটেড। তবে চলতি দলবদলে ঠিকই তাকে দলে টেনেছে কোচ ওলে গুনার সোলসার। আর এ ব্যাপারে জানিয়েছেন লেস্টার সিটি কোচ ব্রেন্ডন রজার্স।
লেস্টার সিটি কোচ জানান, হ্যারির ট্রান্সফার ফি নিয়ে তার ক্লাবের সঙ্গে ইউনাইটেড সম্মত হয়েছে। তাকে দলে ভেড়াতে লেস্টারকে ৮০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দেবে ইউনাইটেড।