মৌসুমের প্রথম শিরোপা জয় করলো পিএসজির। দলের তারকা খেলোয়াড় নেইমারকে ছাড়াই রেনেকে হারিয়ে ফরাসি সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি জায়ান্টরা। এ নিয়ে টানা সাতবার ফরাসি কাপের শিরোপা জিতলো পিএসজি।
শনিবার কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে মৌসুমের প্রথম শিরোপা জিতে নিল পিএসজি। চীনের শেনচেনে অনুষ্ঠিত ম্যাচটিতে রেনের বিপক্ষে ২-১ গোলে জয় পায় ফরাসি ক্লাবটি। এর আগে গত এপ্রিলে ফরাসি কাপে রেনের কাছেই হেরেছিল ফরাসি জায়ান্টরা।
গত মৌসুমে দর্শক পিটিয়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমার। সেই নিষেধাজ্ঞার কারণেই শিরোপা জয়ের ম্যাচে পিএসজির হয়ে খেলতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি এ ফুটবলার।
শেনচেনে শুরুটা ভালো হয়নি পিএসজির। ম্যাচের ১৩তম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। সতীর্থের বাড়ানো ক্রসে রেনেকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ।
খেলতে না পারলেও জয় উল্লাসে উপস্থিত ছিলেন নেইমার
প্রথমার্ধে পিছিয়ে পড়া পিএসজি বিরতির পর নিজেদের ছন্দ ফিরে পায়। ম্যাচের ৫৭তম মিনিটে পিএসজিকে সমতায় ফেরান এমবাপ্পে। টিলো কেরারের বাড়ানো বল দারুণ শটে ঠিকানায় পাঠান বিশ্বকাপজয়ী ফুটবলার।
এরপর ৭৩তম মিনিটে ফ্রিকিকে দলকে জয়সূচক গোল এনে দেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।